স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে ; আজ এই সংখ্যা ১.৩৫ লক্ষ


গত ২৪ ঘন্টায় ৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন কোনো সংক্রমণ হয়নি

কোভিড-১৯ প্রতিরোধী টিকা পেয়েছেন ৭৫ লক্ষের বেশি

ভারতে ৭০ লক্ষের বেশি মানুষ দ্রুততম হারে টিকা পেয়েছেন

Posted On: 12 FEB 2021 10:53AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২  ফেব্রুয়ারি, ২০২১

 

                    দেশে কোভিড সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে ; আজ এই সংখ্যা ১,৩৫,৯২৬ জন। দেশে মোট সংক্রমিতের মধ্যে মাত্র ১.২৫ শতাংশ চিকিৎসাধীন।

      গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমিতদের বিষয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মাত্র একটি রাজ্যে ১ হাজার জনের বেশি নতুন করে সংক্রমিত হয়েছেন। দাদরা, নগর হাভেলী, দমন ও দিউ, লাদাখ, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সংক্রমিত হননি।

      গত ২৪ ঘন্টায় সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হারও ক্রমশ কমেছে। ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে কেউ মারা যাননি। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ থেকে ৫ জন মারা গেছেন।

      গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩০৯ জন। ১৫ হাজার ৮৫৮ জন এই সময়ে আরোগ্য লাভ করেছেন। দেশে কোভিড মুক্তির হার ৯৭.৩২ শতাংশ- যা বিশ্বে সর্বোচ্চ। সংক্রমিত চিকিৎসাধীন এবং কোভিড মুক্ত আক্রান্তদের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। আজকের হিসেবে এর পরিমাণ ১,০৪,৫৩,৩০৪ জন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১,০৫,৮৯,২৩০ জন।

      ১২ই ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৭৫,০৫,০১০ জন কোভিড টিকা পেয়েছেন। এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৪৫৪ জন, আসামে ১,১৭,৬০৭ জন, ত্রিপুরায় ৫৯৪৩৮ জন এবং পশ্চিমবঙ্গে ৪৫৩,৩০৩ জন টিকা পেয়েছেন।

      যাঁরা টিকা পেয়েছেন তাদের মধ্যে ৫৮,১৪,৯৭৬ জন স্বাস্থ্যকর্মী এবং ১৬,৯০,০৩৪ জন সামনের সারিতে থাকা কর্মী।  ভারতে টিকাকরণের হার দ্রুততম। ৭০ লক্ষ মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন।

      যাঁরা টিকা পেয়েছেন তাঁদের মধ্যে ৬৯ শতাংশ মানুষ ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাকেন। উত্তরপ্রদেশে মোট সুবিধাভোগীদের ১০.২ শতাংশ থাকেন।

      কোভিড মুক্ত ব্যক্তিদের মধ্যে ৮৬.৮৯ শতাংশ ৬টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে ৬১০৭ জন, কেরালায় ৫৬৯২  জন এবং ছত্তিশগড়ে ৮৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

      যাঁরা নতুন করে সংক্রমিত হয়েছেন তাঁদের মধ্যে ৭৯.৮৭ শতাংশ ৬টি রাজ্যের বাসিন্দা। কেরালায় ৫২৮১ জন, মহারাষ্ট্রে ৬৫২ জন এবং তামিলনাড়ুতে ৪৮১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।  

      গত ২৪ ঘন্টায় ৮৭ জন সংক্রমিত মারা গেছেন। এদের মধ্যে ৭৫.৮৬ শতাংশ ছিলেন ৬টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে ২৫ জন এবং কেরালায় ১৬ জন মারা গেছেন।

***

 

 

CG/CB /NS



(Release ID: 1697565) Visitor Counter : 159