স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশে ১৯ দিনে প্রায় ৪৫ লক্ষ সুফলভোগীর টিকাকরণ


ভারত কেবল ১৮ দিনেই ৪০ লক্ষ সুফলভোগীর টিকাকরণের ক্ষেত্রে মাইলফলক অর্জন করে বিশ্বের দ্রুততম টিকাকরণকারী দেশ হয়ে উঠেছে

লাগাতার হ্রাস পাওয়ায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে ১.৫৫ লক্ষ

Posted On: 04 FEB 2021 11:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২১

 

বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি তাৎপর্যপূর্ণ সাফল্য লাভ করেছে। কেবল ১৯ দিনেই ৪৪ লক্ষ ৪৯ হাজার ৫৫২ জন সুফলভোগীর টিকাকরণ হয়েছে। ভারত কেবল ১৮ দিনেই কোভিড টিকাকরণের ক্ষেত্রে ৪০ লক্ষের বেশি টিকা দিয়ে বিশ্বের দ্রুততম দেশ হয়ে উঠেছে। অন্যান্য অনেক দেশে টিকাকরণে শুরু হয়েছে প্রায় ৬৫ দিন আগে। ভারতে গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ অভিযানের সূচনা হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় ৩ লক্ষ ১০ হাজার ৬০৪ জনের টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত টিকাকরণের জন্য ৮৪,৬১৭টি পর্ব আয়োজিত হয়েছে।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকাগ্রহীতা সুফলভোগীর সংখ্যা

     

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

,৭৭২

অরুণাচল প্রদেশ

,৮৪৬

অন্ধ্রপ্রদেশ

,১৫,১৭১

আসাম

৪৩,৬০৭

বিহার

,৬৪,০৯৭

চন্ডীগড়

,৩৯৯

ছত্তিশগড়

,০১,৫৬৪

দাদরা ও নগর হাভেলী

৯২৬

দমন ও দিউ

৫৬১

১০

দিল্লি

৮১,৪৩৩

১১

গোয়া

,৩২৬

১২

গুজরাট

,১১,২৫১

১৩

হরিয়ানা

,২৯,৮৬৬

১৪

হিমাচল প্রদেশ

৪৩,৯২৬

১৫

জম্মু ও কাশ্মীর

২৬,৬৩৪

১৬

ঝাড়খন্ড

৬৭,৯৭০

১৭

কর্ণাটক

,১৬,৬৩৮

১৮

কেরল

,৪৬,০৪৩

১৯

লাদাখ

,৫১১

২০

লাক্ষাদ্বীপ

৮০৭

২১

মধ্যপ্রদেশ

,৩০,৭২২

২২

মহারাষ্ট্র

,৫৪,৬৩৩

২৩

মণিপুর

,৮৭২

২৪

মেঘালয়

,৮০৬

২৫

মিজোরাম

,৯৯৫

২৬

নাগাল্যান্ড

,২৪৪

২৭

ওডিশা

,১১,৩৪৬

২৮

পন্ডিচেরী

,২২২

২৯

পাঞ্জাব

৬৩,৬৬৩

৩০

রাজস্থান

,৬৩,৫২১

৩১

সিকিম

,৪২৫

৩২

তামিলনাডু

,৩৩,৪৩৪

৩৩

তেলেঙ্গানা

,৭৬,৭৩২

৩৪

ত্রিপুরা

৩২,৩৪০

৩৫

উত্তর প্রদেশ

,৬৩,৭৯৩

৩৬

উত্তরাখন্ড

৫৪,১৫৩

৩৭

পশ্চিমবঙ্গ

,০১,০৯১

৩৮

অন্যান্য

৫৭,২১২

মোট

৪৪,৪৯,৫৫২

 

এখনও পর্যন্ত কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে টিকাগ্রহীতা সুফলভোগীর ৫৪.৮৭ শতাংশই সাতটি রাজ্যের বাসিন্দা।

দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ২৫। অন্যদিকে, মোট করোনায় আক্রান্তের কেবল ১.৪৪ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।

দেশে আজ পর্যন্ত দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ১.৮২ শতাংশ। গত ১৯ দিন ধরে দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২ শতাংশের নিচে রয়েছে।

দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ৮০ হাজার ৪৫৫ জন। নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা লাগাতার বাড়তে থাকায় দেশে আজ সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.১৩ শতাংশ। এমনকি, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যার তুলনায় মোট সুস্থতার সংখ্যা ৬৭.৬ গুণ বেশি।

দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৮৬.০৪ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। মহারাষ্ট্রে একদিনেই সুস্থ হয়েছেন ৭,০৩০ জন। অন্যদিকে কেরলে আরোগ্য লাভ করেছেন ৬,৩৮০ জন এবং তামিলনাড়ুতে সুস্থ হয়েছেন ৫৩৩ জন।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৮৪.৬৭ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরলে একদিনেই আরও ৬,৩৫৬ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,৯৯২। তামিলনাড়ুতে ৫১৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে মৃতদের মধ্যে ৭১.০৩ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৩০ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ২০ জন। পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে মৃত্যু হয়েছে সাতজন করে।

***

 

 

CG/BD/DM



(Release ID: 1695113) Visitor Counter : 134