প্রধানমন্ত্রীরদপ্তর
কোভিড-১৯ প্রতিহত করার সফল টিকাকরণের সূচনায় প্রতিবেশী দেশগুলির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছেন
Posted On:
18 JAN 2021 5:22PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৮ই জানুয়ারী, ২০২১
কোভিড-১৯ প্রতিহত করার জন্য ১৬ই জানুয়ারী সফল টিকাকরণের সূচনায় প্রতিবেশী দেশগুলির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী গোটাবায়া রাজাপাকসে বলেছেন, “#COVID19 টিকার সফল প্রয়োগ ও সৌহার্দপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি ঔদার্য দেখানোর জন্য প্রধানমন্ত্রী শ্রী @narendramodiকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।“
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রী মাহিন্দা রাজাপাকসে এক ট্যুইট বার্তায় বলেছেন, “ বিপুল্ভাবে #COVID19 টিকাকরণ শুরু করার জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী @narendramodi ও ভারত সরকার নিয়েছে, তার জন্য অভিনন্দন। এই উদ্বেগজনক মহামারীর শেষের শুরু আমরা দেখতে পাচ্ছি।“
মালদ্বীপের রাষ্ট্রপতি শ্রী ইব্রাহিম মোহামেদ সোলিহ এক ট্যুইট বার্তায় বলেছেন, “কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের জনসাধারণকে টিকা দেবার যে যুগান্তকারী কর্মসূচী শুরু হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী শ্রী @narendramodi ও ভারত সরকারকে অভিনন্দন জানাই। এই প্রয়াসে আপনারা যে সফল হবেন, সে বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী আর কোভিড-১৯ এর অভিশাপের শেষ আমরা অবশেষে দেখতে পাব।“
এক ট্যুইট বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোট্যে শেরিং বলেছেন, “ দেশ জুড়ে কোভিড-১৯ এর টিকাকরণের যে যুগান্তকারী সূচনা হয়েছে, তার জন্য আমি প্রধানমন্ত্রী @narendramodi ও ভারতের জনসাধারণকে অভিনন্দন জানাই। আমরা আশা করি এই মহামারীর জন্য যে সঙ্কটের সম্মুখীন হয়েছি তার থেকে বেড়িয়ে আশার জন্য একটি পথ পাওয়া গেছে।“
***
CG/CB
(Release ID: 1689740)
Visitor Counter : 210
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam