প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতত্ন এমজিআর –এর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
Posted On:
17 JAN 2021 2:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ই জানুয়ারী, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. এম জি রামাচন্দ্রনের জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, এমজিআর চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতির আঙ্গিনা পর্যন্ত সর্বত্র মানুষের হৃদয়ে রয়েছেন।
শ্রী মোদী, গুজরাটের কেভাডিয়ার সঙ্গে দেশের বিভিন্ন অংশের রেল যোগাযোগের জন্য ৮টি ট্রেনের যাত্রার সূচনা এবং গুজরাটে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করার সময় একথা বলেছেন। পুরুচি থালিয়াভার ড. এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেল স্টেশন থেকে কেভাডিয়ার উদ্দেশে একটি ট্রেনের যাত্রার সূচনা করে প্রধানমন্ত্রী, ভারতরত্ম এম জি রামচন্দ্রনকে শ্রদ্ধা নিবেদন করেছেন। ড. রামচন্দ্রনের চলচ্চিত্র জগৎ ও রাজনীতির আঙিনাতে অবদানের কথা তিনি উল্লেখ করেছেন. এমজিআর – এর রাজনৈতিক যাত্রা ছিল দরিদ্রদের প্রতি উৎসর্গকৃত। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য নিরলস কাজ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এমজিআর –এর আদর্শ পূরণে তাঁরা কাজ করছেন। কৃতজ্ঞ জাতি এমজিআর –এর নামে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের নামাঙ্কন করেছে।
***
CG/CB/SFS
(Release ID: 1689471)
Visitor Counter : 159
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam