স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বৃহত্তম টিকাকরণ অভিযান


ভারতের ক্ষেত্রে স্মরণীয় দিন, বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচির সূচনা

Posted On: 16 JAN 2021 11:37AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২

 

ভারতের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির আজ সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশজুড়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল সাড়ে দশটায়  টিকাকরন অভিযানের সূচনা করেন।

এদিকে, দেশে আজ সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের চেয়ে কমে ২ শতাংশে দাঁড়িয়েছে। এর সংখ্যা হয়েছে ২,১১,০৩৩। 

দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ দশমিক ৫৬ শতাংশ। মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ০১ লক্ষ ৭৯ হাজার ৭১৫।

দেশে সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা এবং সুস্থ হয়ে ওঠার মধ্যে  ব্যবধান বেড়ে হয়েছে ৯৯,৬৮,৬৮২।

দেশের ২৫টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা ৫ হাজার। দেশের ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সুস্থতার হার হয়েছে ৮১.৯৪ শতাংশ।

কেরালায় একদিনের সবচেয়ে বেশি ৪,৬০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৩৫০০ জন সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে, ছত্তিশগড়ে সুস্থ হয়ে উঠেছেন ১০০৯ জন।

গত ২৪ ঘন্টায় মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

***

 

 

CG/ SB


(Release ID: 1689111) Visitor Counter : 271