প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ৩১শে ডিসেম্বর রাজকোটে এইমসের শিলান্যাস করবেন

Posted On: 29 DEC 2020 3:32PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৯শে ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র  মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১শে ডিসেম্বর বেলা ১১টার সময়  গুজরাটের রাজকোটে এইমসের শিলান্যাস করবেন। গুজরাটের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এই প্রকল্পের জন্য ২০১ একর জমি বরাদ্দ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হবে ১১৯৫ কোটি টাকা। ২০২২ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ৭৫০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই হাসপাতালে ৩০ শয্যার একটি আয়ুশ ব্লক থাকবে। এখানে এমবিবিএস পাঠক্রমের জন্য ১২৫টি ও নার্সিং প্রশিক্ষণের জন্য ৬০টি আসনের ব্যবস্থা করা হবে ।  

***

 

CG/CB


(Release ID: 1684412) Visitor Counter : 207