প্রধানমন্ত্রীরদপ্তর

মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে লিজিয়ঁ অফ মেরিট পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রী বলেছেন, এর মাধ্যমে ভারত- মার্কিন কৌশলগত অংশীদারীত্বে ঐক্যমত্য বৃদ্ধির স্বীকৃতি পাওয়া গেল

Posted On: 22 DEC 2020 8:59PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২২শে ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের লিজিয়ঁ অফ মেরিট পুরস্কারে ভূষিত  হওয়ায় নিজে গভীরভাবে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন।   

একগুচ্ছ টুইট বার্তায় তিনি বলেছেন " @POTUS @realDonaldTrump লিজিয়ঁ অব মেরিট পুরস্কারে ভূষিত করায় আমি নিজেকে গভীরভাবে সম্মানিত বোধ করছি।  ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ এর ফলে স্বীকৃতি পেল। ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বর বিষয়ে দুটি দেশের দ্বিপাক্ষিক ঐক্যমত্য এর মাধ্যমে প্রতিফলিত  ।

অভূতপূর্ব নানান চ্যালেঞ্জ এবং  সুযোগ একবিংশ শতাব্দীর উপহার দিয়েছে। সমগ্র মানব জাতির কল্যাণে আন্তর্জাতিকস্তরে নেতৃত্ব দিতে আমাদের জনসাধারণের অনন্য শক্তির সম্ভাবনা ভারত- মার্কিন সম্পর্ককে প্রভাবিত করেছে ।  

১৩০ কোটি ভারতবাসীর পক্ষে মার্কিন সরকারের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আমি আমার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করছি । ভারত-মার্কিন সম্পর্ক আরো যাতে মজবুত হয় তার জন্য সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা কাজ করব।“

***

 

 

CG/CB


(Release ID: 1682830) Visitor Counter : 164