স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে মোট সুস্থতার সংখ্যা ৯৫ লক্ষের মাইলফলক ছাড়িয়েছে
সুস্থতার হার ৯৫.৪০ শতাংশ, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বাধিক
সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা আরও কমে ৩.১৩ লক্ষ
प्रविष्टि तिथि:
18 DEC 2020 11:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২০
বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আজ আরও একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ভারতে সুস্থতার সংখ্যায় প্রত্যাশামাফিক অগ্রগতি অব্যাহত রয়েছে। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৭।
সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার সংখ্যার মধ্যে ব্যবধান ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। সুস্থতার সংখ্যা সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যার তুলনায় বেড়ে ৯২ লক্ষ ৬ হাজার ৯৯৬ হয়েছে। এর ফলে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৪০ শতাংশ। সুস্থতার হারের দিক থেকে ভারত বিশ্বে ওপরের সারিতে থাকা দেশগুলির মধ্যে রয়েছে।
সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ৩০ গুণেরও বেশি। দেশে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ৮৩১, যা মোট আক্রান্তের কেবল ৩.১৪ শতাংশ। দেশে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেছে। একইসঙ্গে, সুস্থতার সংখ্যাও ক্রমশ বেড়েছে। গত ২৪ ঘন্টায় কেবল ২২,৮৯০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। একই সময়ে ভারতে আরোগ্য লাভ করেছেন ৩১,০৮৭ জন।
সুস্থতার সংখ্যা গত ২১ দিন ধরে নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। দেশে মোট সুস্থতার ৫১.৭৬ শতাংশই পাঁচটি রাজ্য থেকে। এছাড়াও ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৭৫.৪৬ শতাংশ। কেরল থেকে একদিনেই ৪,৯৭০ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্র থেকে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৪,৩৫৮ জন। পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ২,৭৪৭ জন।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৭৬.৪৩ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে সর্বাধিক ৪,৯৬৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে আক্রান্তের সংখ্যা ২,২৪৫ এবং ছত্তিশগড়ে আক্রান্ত হয়েছেন ১,৫৮৪ জন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৫.১৫ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে সর্বাধিক ৬৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং দিল্লি থেকে মারা গেছেন আরও ৩৫ জন।
ভারতে করোনাজনিত কারণে মৃত্যুর সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গত ১৩ দিন দৈনিক ভিত্তিতে মৃত্যুর সংখ্যা ৫০০-র নিচে রয়েছে।
***
CG/BD/DM
(रिलीज़ आईडी: 1681696)
आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam