স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় সুস্থতার হারে উচ্চগতি অব্যাহত
Posted On:
17 DEC 2020 11:11AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২০
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট রণকৌশল ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের ফলে ভারতে সুস্থতার হারে উচ্চগতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে, সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা উভয়ই দ্রুত কমছে।
দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় করোনা রোগীদের সুস্থতার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশে মোট সুস্থতার সংখ্যা প্রায় ৯৫ লক্ষ (৯৪ লক্ষ ৮৯ হাজার ৭৪০)। সুস্থতার হার আজ আরও বেড়ে হয়েছে ৯৫.৩১ শতাংশ। সুস্থতার সংখ্যা ও সুনির্দিষ্টভাবে আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক ক্রমশ বাড়ছে এবং বর্তমানে এই তারতম্য বেড়ে হয়েছে ৯১ লক্ষ ৬৭ হাজার ৩৭৪।
দৈনিক সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। দেশে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩৬৬, যা মোট করোনায় আক্রান্তের কেবল ৩.২৪ শতাংশ।
ভারতের সুস্থতার হার বিশ্বে অন্যতম সর্বাধিক। অন্যদিকে, বিশ্বে সুস্থতার হার এখানে ৭০.২৭ শতাংশ, সেখানে ভারতে এই হার ৯৫.৩১ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ইতালিতে সুস্থতার হার ভারতের তুলনায় কম।
১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার হার জাতীয় গড়ের তুলনায় বেশি।
দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৩ হাজার ২৯১ জন আরোগ্য লাভ করেছেন। এর মধ্যে ৭৫.৬৩ শতাংশই সুস্থ হয়েছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে।
কেরলে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ৫ হাজার ৭২৮ জন রোগী সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে একদিনেই সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮৭ জন এবং পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৭ জন।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৮.২৭ শতাংশ ক্ষেত্রে আক্রান্তের ঘটনা ঘটেছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। কেরল থেকে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১৮৫ জনের আক্রান্তের খবর মিলেছে। পশ্চিমবঙ্গে বুধবার নতুন করে ২ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন। ছত্তিশগড়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৬১।
করোনাজনিত কারণে দেশে গত ২৪ ঘন্টায় ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৯.১৫ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে ১ দিনেই ৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৪৬ জনের এবং দিল্লিতে মারা গেছেন আরও ৩২ জন।
ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা নিরন্তর কমছে। বর্তমানে মৃত্যুর হার কমে হয়েছে ১.৪৫ শতাংশ, যা লাগাতার কমছে। ভারতে করোনাজনিত কারণে মৃত্যু হার বিশ্বে অন্যতম সর্বনিম্ন।
***
CG/BD/SB
(Release ID: 1681432)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam