স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে আজ হয়েছে ৩.৩২ লক্ষ
গত ১৭ দিনে ভারতে দৈনিক ৪0 হাজারের কম সংক্রমিত হচ্ছেন
শেষ ১১ দিনে দৈনিক ৫00 জনের কম সংক্রমিত মারা গেছেন
Posted On:
16 DEC 2020 12:55PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৬ই ডিসেম্বর, ২০২০
ভারতে মোট চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ক্রমশ কমছে। আজকের হিসেবে এই সংখ্যা ৩ লক্ষ ৩2 হাজার ২। মোট সংগীতের মাত্র ৩.৩৪ শতাংশ এই মুহূর্তে চিকিৎসাধীন।
গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৩শো৮২ জন কোভিডে সংক্রমিত হয়েছেন । ভারতে এই একই সময়ে ৩৩,৮১৩ জন সুস্থ হয়ে উঠেছেন । এরফলে সক্রিয় সংক্রমিত সংখ্যা ৭৮১৮ কমেছে।
গত ১৭ দিনে ভারতে নতুন করে দৈনিক ৪0 হাজারের কম সংক্রমিত হচ্ছেন । সারা বিশ্বের হিসেবে ভারতে প্রতি ১0 লক্ষ জনের হিসেবে সবথেকে কম সংক্রমিত হচ্ছে౼ এই সংখ্যা ১৪৭।
মোট কোভিড মুক্তর সংখ্যা ৯৪ লক্ষ ৫৬ হাজার ৪৪৯জন। সুস্থতার হার ৯৫.২১ শতাংশ। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৬.৪৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। কেরালায় একদিনে ৫০৬৬ জন মহারাষ্ট্রে ৪৩৯৫ জন এবং পশ্চিমবঙ্গের ২৯৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৫.৪৮ শতাংশ নতুন সংক্রমিতরা বসবাস করেন। কেরালায় ৫২১৮জন, মহারাষ্ট্রে ৩৪৪২জন এবং পশ্চিমবঙ্গের ২২৮৯ জন সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ৩৮৭টি মৃত্যুর খবর এসেছে ।এরমধ্যে, ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৫.১৯ শতাংশ সংক্রমিত বাস করতেন। মহারাষ্ট্রে ৭০, পশ্চিমবঙ্গে ৪৫ এবং দিল্লিতে ৪১ জন মারা গেছেন। দেশে কোভিডের কারণে মৃত্যুর হার ক্রমশ নিম্নমুখী। গত ১১ দিন ধরে প্রত্যহ ৫00 জনের কম মারা যাচ্ছেন। সারা দেশে সাতদিন ধরে প্রতি ১০ জনের মধ্যে ২ জন কোভিডের কারণে মারা যাচ্ছেন౼ এই সংখ্যা বিশ্বের হিসেবে সর্বনিম্ন।
***
CG/CB
(Release ID: 1681020)
Visitor Counter : 201
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam