প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী চৌঠা ডিসেম্বর আইআইটি ২০২০-র গ্লোবাল সামিটে মূল ভাষণ দেবেন

Posted On: 03 DEC 2020 9:54PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৪ঠা ডিসেম্বর, ২০২০
 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চৌঠা ডিসেম্বর রাত সাড়ে নয়টায় আইআইটি 2020 গ্লোবাল সামিটে মূল ভাষণ দেবেন। প্যান আইআইটি ইউএসএ. এই সম্মেলনের আয়োজন করেছে।  

বছরের এই সম্মেলনের মূল ভাবনা দ্য ফিউচার ইজ নাও অর্থাৎ এখনই ভবিষ্যৎ। সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন,  স্বাস্থ্য,   জৈব সংরক্ষণ এবং সর্বজনীন শিক্ষার মত বিষয় নিয়ে আলোচনা হশবার সম্ভাবনা রয়েছে।

প্যান আইআইটি ইউএসএ কুড়ি বছরের পুরনো একটি সংগঠন। 200৩ সাল থেকে  সংগঠনটি এই সম্মেলনের আয়োজন করে আসছে। শিল্প, শিক্ষা এবং প্রশাসন  অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র থেকে এই সম্মেলনে বক্তাদের আমন্ত্রণ জানানো হয়। আইআইটির প্রাক্তনীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্যান আইআইটি ইউএসএ পরিচালনা করে।

***

 

CG/CB


(Release ID: 1678165) Visitor Counter : 140