প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আগামীকাল জেনোভা বায়োফার্মা, বায়োলজিক্যাল ই ও ডঃ রেড্ডিজ এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন

Posted On: 29 NOV 2020 6:19PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৯শে নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল কোভিড-১৯ টিকার উদ্ভাবনে যুক্ত জেনোভা বায়োফার্মা, বায়োলজিক্যাল ই ও ডঃ রেড্ডিজ এর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আগামীকাল, ৩০শে নভেম্বর, PM @narendramodi কোভিড-১৯ টিকার উদ্ভাবনে যুক্ত তিনটি দলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। জেনোভা বায়োফার্মা, বায়োলজিক্যাল ই ও ডঃ রেড্ডিজ এর প্রতিনিধিদলের সদস্যরা মতবিনিময়ের কর্মসূচীতে থাকবেন।“

***

 

CG/CB


(Release ID: 1677046) Visitor Counter : 118