প্রধানমন্ত্রীরদপ্তর

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য জো বাইডেন-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 08 NOV 2020 9:49AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৮ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য জো বাইডেন-কে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছন, “অসাধারণ এই জয়ের জন্য জো বাইডেন-কে অভিনন্দন! উপরাষ্ট্রপতি হিসেবে ইন্দো-মার্কিন সম্পর্ককে মজবুত করতে আপনার গুরুত্বপূর্ণ ও মূল্যবান অবদান রয়েছে। ইন্দো-মার্কিন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার সঙ্গে একযোগে কাজ করতে অত্যন্ত আশাবাদী”।  

***

 

CG/BD/SKD


(Release ID: 1671307) Visitor Counter : 189