প্রধানমন্ত্রীরদপ্তর

পিএসএলভি-সি৪৯/ইওএস-০১ মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 07 NOV 2020 4:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই নভেম্বর, ২০২০
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএসএলভি-সি৪৯/ইওএস-০১ মিশনের সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)  এবং দেশের মহাকাশ শিল্পকে অভিনন্দন জানিয়েছেন।
 
প্রধানমন্ত্রী বলেছেন, “আমি পিএসএলভি-সি৪৯/ইওএস-০১ মিশনের আজ সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ও ভারতের মহাকাশ শিল্পকে অভিনন্দন জানাই। কোভিড-১৯ এর মহামারীর সময়ে আমাদের বিজ্ঞানীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করার জন্য অনেক বাধা অতিক্রম করতে হয়েছে।  
 
মার্কিন যুক্তরাষ্ট্র ও লুক্সেমবুর্গের চারটি করে এবং লিথুয়ানিয়ার একটি সহ মোট ৯টি কৃত্রিম উপগ্রহও এই মিশনে উৎক্ষেপিত হয়েছে।”  
 
***
 
 
CG/CB/SKD

(Release ID: 1671082) Visitor Counter : 177