কেন্দ্রীয়মন্ত্রিসভা

২০১৯-২০র জন্য উৎপাদনশীলতা ভিত্তিক এবং উৎপাদনশীলতা ভিত্তিক নয় এ ধরণের উৎসাহভাতা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 21 OCT 2020 3:24PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২১ অক্টোবর, ২০২০

       

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ২০১৯-২০ বর্ষে ১৬ লক্ষ ৯৭ হাজার নন-গেজেটেড কর্মচারীদের জন্য উৎপাদনশীলতা ভিত্তিক উৎসাহভাতা অনুমোদন করা হয়েছে। এর ফলে রেল, ডাক বিভাগ, প্রতিরক্ষা, ইপিএফও, ইএসআইসি ইত্যাদি সংস্থাগুলির কর্মীরা উপকৃত হবেন। এরজন্য ২ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয় হবে।  

উৎপাদনশীলতা ভিত্তিক নয় অর্থাৎ অ্যাড-হক উৎসাহভাতা ১৩ লক্ষ ৭০ হাজার কেন্দ্রীয় সরকারি নন-গেজেটেড কর্মচারীদের দেওয়া হবে। এর জন্য ব্যয় হবে ৯৪৬ কোটি টাকা।

সব মিলিয়ে ৩০ লক্ষ ৬৭ হাজার কর্মচারী উপকৃত হবেন এবং সরকারের মোট ব্যয় হবে ৩,৭৩৭ কোটি টাকা।

নন-গেজেটেড কর্মচারীদের বিগত বছরের কর্ম দক্ষতার ওপর ভিত্তি করে দূর্গাপুজো/দশেরার আগে উৎসাহভাতা (বোনাস) দেওয়া হয়। সরকার উৎপাদনশীলতা ভিত্তিক উৎসাহভাতা এবং উৎপাদনশীলতা ভিত্তিক নয় এরকম উৎসাহভাতা নন-গেজেটেড কর্মচারীদের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিতরণ করে থাকে।  

 

 

CG/CB/NS


(Release ID: 1666581) Visitor Counter : 200