স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের নিম্ন হার অব্যাহত রয়েছে;

পর পর ১০ দিন নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নীচে;

ভারতে করোনায় আরোগ্য লাভের সংখ্যা প্রায় ৫৩ লক্ষ;

কেবল শেষ ১২ দিনে ১০ লক্ষ রোগী আরোগ্য লাভ করেছেন

Posted On: 01 OCT 2020 11:42AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অক্টোবর,  ২০২০
 
 
 
 
ভারতে নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নীচে নিয়ে আসার প্রবণতা অব্যাহত রয়েছে। এর ফলে, পরপর ১০ দিন নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নীচে রাখা সম্ভব হয়েছে।
 
দৈনিক-ভিত্তিতে কোভিড আক্রান্ত রোগীর আরোগ্য লাভের সংখ্যায় উচ্চ হার অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ৮৫ হাজার ৩৭৬ জন আরোগ্য লাভ করেছেন। এর ফলে, আজ পর্যন্ত ভারতের আরোগ্য লাভের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ লক্ষ ৭৩ হাজার ২০১। উচ্চ হারে আরোগ্য লাভের প্রবণতা অব্যাহত থাকায় জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৩.৫৩ শতাংশ। একইভাবে, শেষ ১২ দিনে ১০ লক্ষেরও বেশি করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থতার ৭৭ শতাংশই ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। 
 
মহারাষ্ট্র থেকে অধিক সংখ্যায় আরোগ্য লাভের প্রবণতা অব্যাহত রয়েছে। একইভাবে, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু থেকেও এই ধারা অক্ষুণ্ন রয়েছে। 
 
ভারতে নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৪০ হাজার ৭০৫। দেশে ১১ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯ লক্ষ ৪০ হাজার। 
 
নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের ৭৬ শতাংশই ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। দেশে আজ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের কেবল ১৪.৯০ শতাংশই নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮৬ হাজার ৮২১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সদ্য করোনায় আক্রান্তদের ৭৬ শতাংশই ১০টি রাজ্য থেকে। সর্বাধিক ১৮ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র থেকে। কর্ণাটক ও কেরল থেকে আক্রান্তের সংখ্যা ৮ হাজারেরও বেশি। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৮১ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যার মধ্যে ৮২ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মৃতদের মধ্যে সর্বাধিক ৪৮১ জন বা ৪০ শতাংশের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে – কর্ণাটক, এই রাজ্যে গত ২৪ ঘন্টায় ৮৭ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে।
 
 
 
CG/BD/SB


(Release ID: 1660604) Visitor Counter : 124