স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতের আরও একটি উল্লেখযোগ্য সাফল্য, দৈনিক ভিত্তিতে নমুনা পরীক্ষায় সর্বকালীন রেকর্ড


এই প্রথমবার দৈনিক কোভিড নমুনা পরীক্ষার সংখ্যা ১৫ লক্ষের কাছাকাছি

মোট নমুনা পরীক্ষার সংখ্যা অপ্রত্যাশিতভাবে বেড়ে প্রায় ৭ কোটি

Posted On: 25 SEP 2020 11:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের আরও একটি ঐতিহাসিক সাফল্য। এক উল্লেখযোগ্য সাফল্যের অঙ্গ হিসেবে এই প্রথমবার দেশে একদিনেই সর্বাধিক প্রায় ১৫ লক্ষ কোভিড নমুনা পরীক্ষার রেকর্ড স্থাপিত হয়েছে। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে প্রায় ৭ কোটি (৬ কোটি ৮৯ লক্ষ ২৮ হাজার ৪৪০)  হয়েছে। 
 
দৈনিক ভিত্তিতে নমুনা পরীক্ষার হারে এই অপ্রত্যাশিত বৃদ্ধি সম্ভব হয়েছে দেশে নমুনা পরীক্ষাগারগুলির সক্ষমতা ও নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে। 
 
দেশে গত নয়দিনে ১ কোটির মতো কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ পর্যন্ত প্রতি ১০ লক্ষে নমুনা পরীক্ষার হার ৪৯ হাজার ৯৪৮। 
 
অধিক সংখ্যায় নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আক্রান্তের হার ধীরে ধীরে কমছে। যে রাজ্যগুলিতে অধিক সংখ্যায় নমুনা পরীক্ষা হচ্ছে, সেখান থেকেও আক্রান্তের হার ক্রমশ কমছে বলে জানা গেছে। জাতীয় স্তরে আজ পর্যন্ত আক্রান্তের হার দাঁড়িয়েছে ৮.৪৪ শতাংশ। নমুনা পরীক্ষার পরিকাঠামো সম্প্রসারণের সঙ্গে সঙ্গে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দৈনিক ভিত্তিতে নমুনা পরীক্ষার হারও সমানভাবে বাড়ছে। ২৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় নমুনা পরীক্ষার হার জাতীয় গড় হার ৪৯ হাজার ৯৪৮-এর তুলনায় বেশি। 
 
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এবং নিয়মিত কোভিড পরিস্থিতি পর্যালোচনার বিষয়টি দেশে করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী আক্রান্তের সংখ্যা তুলনামূলক অধিক, এমন সাতটি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনা করেছেন। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অধিক সংখ্যায় নমুনা পরীক্ষার হার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলাফল যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক। 
 
দেশে নমুনা পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষার সংখ্যাও ক্রমশ বাড়ছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট নমুনা পরীক্ষাগারের সংখ্যা এখনও পর্যন্ত ১,৮১৮। 
 
 
 
 
CG/BD/DM

(Release ID: 1659022) Visitor Counter : 193