শিল্পওবাণিজ্যমন্ত্রক

২০২০-র খেলনা (গুনমান নিয়ন্ত্রণ) আদেশের বাস্তবায়নের তারিখ বৃদ্ধি করা হল

प्रविष्टि तिथि: 16 SEP 2020 10:48AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৬ই সেপ্টেম্বর, ২০২০ 
 
 
 
কেন্দ্রীয় শিল্প বিকাশ ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ আজ একটি বিজ্ঞপ্তি জারী করেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে, ২০২০-র খেলনা (গুনমান নিয়ন্ত্রণ) আদেশের বাস্তবায়নের তারিখ পয়লা সেপ্টেম্বর থেকে  বাড়িয়ে পয়লা জানুয়ারী  করে দেওয়া হল। 
 
এর ফলে কোভিড-১৯ মহামারীর কারণে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি বিবেচনা করে এই বিজ্ঞপ্তি জারী করা হল। দেশে যারা খেলনা তৈরি করেন, তাঁরা গুনমান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। 
 
 
 
CG/CB

(रिलीज़ आईडी: 1655031) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam