স্বরাষ্ট্র মন্ত্রক

‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের মাধ্যমে আটকে থাকা শ্রমিকদের দ্রুত বাড়ি পৌঁছে দেবার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রেল মন্ত্রকের রাজ্যগুলির নোডাল অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক

Posted On: 11 MAY 2020 2:00PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১১ই, মে ২০২০

 



শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রেল মন্ত্রক আজ সকালে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নোডাল অফিসাররা এই বৈঠকে যোগ দেন।

গতকাল ১০১টি সহ মোট ৪৫০টি ট্রেনে লক্ষাধিক পরিযায়ী শ্রমিক তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই ট্রেনগুলির সুবিধে গ্রহণ করেছেন।

এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যে সব পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চান তাদের জন্য যথেষ্ট সংখ্যক ট্রেনের ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর জন্য আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু ট্রেন চালানোর উদ্যোগ ও নেওয়া হয়েছে।

 

 


CG/CB


(Release ID: 1622931) Visitor Counter : 188