প্রতিরক্ষামন্ত্রক

নোভেল করোনা ভাইরাসের ধ্বংস করতে মাইক্রোওয়েভের সাহায্যে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া উদ্ভাবন

Posted On: 30 APR 2020 6:22PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩০ এপ্রিল, ২০২০ 

 



প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র সাহায্যপ্রাপ্ত  পুনের ডিফেন্স ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড  টেকনোলজি ডিমড ইউনিভার্সিটি মাইক্রোওয়েভের সাহায্যে জীবাণুমুক্ত করার ‘অতুল্য’ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেছে। এর সাহায্যে কোভিড-১৯ ভাইরাসকে ধ্বংস করা যাবে। এই ভাইরাস ৫৬থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধ্বংস হয়ে যাচ্ছে।

‘অতুল্য’-র দাম কম। এটি যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার নির্দিষ্ট একটি জায়গায় রেখেও কাজ করা যায়। এর মধ্যে ধাতুবিহীন জিনিস-ই জীবানুমুক্ত করা সম্ভব, তবে তার ওজন সর্বোচ্চ ৩ কেজি হতে হবে। যে জিনিসটিকে এর মধ্যে ঢোকান হবে তার আকার অনুযায়ী ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে এটি জীবাণুমুক্ত করা সম্ভব।

 

 


CG/CB


(Release ID: 1619806) Visitor Counter : 181