স্বরাষ্ট্র মন্ত্রক

কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতায় ই-কমার্স ব্যবস্থার মাধ্যমে অত্যাবশ্যক নয় এমন পণ্য সামগ্রীর সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করলো সরকার

Posted On: 19 APR 2020 1:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২০

 

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক  সংশোধিত নীতি-নির্দেশিকার আওতায় নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়ার  ব্যাপারে সমস্ত মন্ত্রক ও দফতরের জন্য নির্দেশিকা জারি করেছে। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী লকডাউনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।


সংশোধিত এই নীতি-নির্দেশিকা অনুযায়ী,ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যক যেসব পণ্যসামগ্রী সরবরাহ করে থাকে সেগুলিকে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যক পণ্য সরবরাহের জন্য যেসব যানবাহন ব্যবহার করবে কেবলমাত্র সেগুলিকেই প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পর চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।


লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সংশোধিত নীতি-নির্দেশিকা অনুযায়ী ই-কমার্স সংস্থাগুলির মাধ্যমে অত্যাবশ্যক নয় এমন সব পণ্য সামগ্রী সরবরাহের ওপর  নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 


CG/BD/AS


(Release ID: 1616099) Visitor Counter : 210