সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

কোভিড-১৯ এর কারণে লকডাউন চলাকালীন প্রবীণ নাগরিক এবং তাদের পরিচর্যাপ্রদানকারীদের জন্য পরামর্শ

Posted On: 16 APR 2020 4:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২০

 



সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও  দিল্লির এইমসের জেনেরিক মেডিসিন বিভাগ যৌথভাবে কোভিড-১৯ এর দরুন লকডাউন চলাকালীন প্রবীণ নাগরিক এবং তাদের পরিচর্যা প্রদানকারীদের জন্য একটি পরামর্শ বা উপদেশ তালিকা তৈরি করেছে।


 রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের চিঠিতে একথা জানিয়েছেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সচিব  শ্রী আর সুব্রামানিয়াম। তিনি বলেছেন যে ,৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং বিশেষত চিকিৎসাধীন রয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে কোভিড -১৯ সংক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি ।তাই প্রবীণ নাগরিকদের জন্য কাজ করছে এমন প্রতিষ্ঠান এবং এনজিওদের মাধ্যমে সমস্ত জেলাতে এই পরামর্শগুলি ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 


CG/SS


(Release ID: 1615105) Visitor Counter : 188