প্রধানমন্ত্রীরদপ্তর

বতর্মান এই কঠিন পরিস্থিতিতে ভারত-ব্রাজিল অংশীদারিত্ব আগের চেয়েও অনেক বেশি মজবুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 10 APR 2020 2:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ এপ্রিল, ২০২০

 



প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে ভারত-ব্রাজিল অংশীদারিত্ব আগের চেয়েও অনেক বেশি মজবুত।

ব্রাজিলে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদসূচক  ট্যুইট করেছিলেন সে দেশের রাষ্ট্রপতি জাইর এম বলসোনারো। এর উওরে প্রধানমন্ত্রী আজ একথা জানিয়েছেন।

প্রত্যুত্তরের ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, "বিশ্বব্যাপী এই মহামারীর বিরুদ্ধে মানবতার লড়াইতে ভারত সাহায্য করতে বদ্ধপরিকর"।

 

 


CG/SS


(रिलीज़ आईडी: 1613030) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam