রেলমন্ত্রক
সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পি পি ই) তৈরি করছে রেল
চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য দিনে হাজারটি পি পি ই তৈরির লক্ষমাত্রা
উৎপাদিত পণ্যের অর্ধেক সামনে থেকে রোগের সাথে লড়াই করা চিকিৎসকদের দেওয়ার ভাবনা
পি পি ই প্রথম তৈরি করল জগাধারির রেল ওয়ার্কশপ, উৎপাদনের জন্য তৈরি আরও ১৭ টি ওয়ার্কশপ
Posted On:
07 APR 2020 12:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২০
জরুরী কালীন তৎপরতায় ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পি পি ই) তৈরি করছে রেল। জগাধারির রেল ওয়ার্কশপে তৈরি এই সুরক্ষা উপকরণকে সম্প্রতি ডি আর ডি ও অনুমোদন দিয়েছে। অনুমোদিত নক্সা এবং সামগ্রী দিয়ে বিভিন্ন আঞ্চলিক ওয়ার্কশপেও এই সুরক্ষা পোশাক তৈরি করা হবে। এই পি পি ই তৈরি হওয়ার ফলে দেশের বিভিন্ন কোভিড কেয়ার রেল হাসপাতালে রোগীদের কাছে থেকে কাজ করা চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা উপকৃত হবেন।
চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য দিনে হাজারটি পি পি ই তৈরির লক্ষমাত্রা নেওয়া হয়েছে। আরও ১৭টি ওয়ার্কশপকেও পি পি ই তৈরির কাজে লাগানো হবে।
উৎপাদিত পণ্যের অর্ধেক অন্যান্য চিকিৎসকদের দেওয়ার কথাও ভাবছে রেল।
এই পোশাক তৈরির জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন উৎপাদন শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। কোভিড-১৯ এর বিরুদ্ধে যে সমস্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মী কাজ করে চলেছেন তাদের কাছে এই উদ্ভাবন একটা বড় পাওনা।
CG/SDG/BD
(Release ID: 1611958)
Visitor Counter : 208
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam