রেলমন্ত্রক

সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পি পি ই) তৈরি করছে রেল


চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য দিনে হাজারটি পি পি ই তৈরির লক্ষমাত্রা

উৎপাদিত পণ্যের অর্ধেক সামনে থেকে রোগের সাথে লড়াই করা চিকিৎসকদের দেওয়ার ভাবনা

পি পি ই প্রথম তৈরি করল জগাধারির রেল ওয়ার্কশপ, উৎপাদনের জন্য তৈরি আরও ১৭ টি ওয়ার্কশপ

Posted On: 07 APR 2020 12:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২০

 

 


​​জরুরী কালীন তৎপরতায় ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পি পি ই) তৈরি করছে রেল। জগাধারির রেল ওয়ার্কশপে তৈরি এই সুরক্ষা উপকরণকে সম্প্রতি ডি আর ডি ও অনুমোদন দিয়েছে। অনুমোদিত নক্সা এবং সামগ্রী দিয়ে বিভিন্ন আঞ্চলিক ওয়ার্কশপেও এই সুরক্ষা পোশাক তৈরি করা হবে। এই পি পি ই তৈরি হওয়ার ফলে দেশের বিভিন্ন কোভিড কেয়ার রেল হাসপাতালে রোগীদের কাছে থেকে কাজ করা চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা উপকৃত হবেন।


​চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য দিনে হাজারটি পি পি ই তৈরির লক্ষমাত্রা নেওয়া হয়েছে। আরও ১৭টি ওয়ার্কশপকেও পি পি ই তৈরির কাজে লাগানো হবে।


​উৎপাদিত পণ্যের অর্ধেক অন্যান্য চিকিৎসকদের দেওয়ার কথাও ভাবছে রেল।


​এই পোশাক তৈরির জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন উৎপাদন শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। কোভিড-১৯ এর বিরুদ্ধে যে সমস্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মী কাজ করে চলেছেন তাদের কাছে এই উদ্ভাবন একটা বড় পাওনা।   

 

 



CG/SDG/BD



(Release ID: 1611958) Visitor Counter : 162