অর্থমন্ত্রক
সড়ক, আবাসন, নলবাহিত জলের সংযোগ ও ডিজিটাল যোগাযোগ সহ গ্রামীণ পরিকাঠামোর দ্রুত অগ্রগতি
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬
সড়ক, আবাসন, নলবাহিত জলের সংযোগ ও ডিজিটাল যোগাযোগ সহ গ্রামীণ পরিকাঠামোর দ্রুত অগ্রগতি হচ্ছে। এটি অন্তর্ভুক্তির জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এতে মানুষ বাজার, পরিষেবা এবং অন্যান্য নানা সুবিধার সুযোগ পায়, যা তাঁদের জীবনের মান বাড়ায়।
সরকার ২৫ ডিসেম্বর ২০০০-এ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সূচনা করেছিল। যার প্রাথমিক লক্ষ্য ছিল গ্রাম ভারতে যোগাযোগহীন জনবসতিগুলিতে সব মরশুমের উপযোগী রাস্তা তৈরি করা। ২০২৬-এর ১৫ জানুয়ারি পর্যন্ত যোগ্য পরিবারগুলির ৯৯.৬ শতাংশ এই যোগাযোগ প্রাপ্ত হয়েছে। ৬ লক্ষ ২৫ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা এবং ৭২১০টি সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে পিএমজিএসওয়াই-১-এ। পিএমজিএসওয়াই-২-তে যা শুরু হয়েছিল ২০১৩-য় তাতে ৪৯,০৮৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা এবং ৭৪৯টি সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
২০১৯-এর জুলাইয়ে সরকার পিএমজিএসওয়াই তৃতীয় পর্বের কর্মসূচি অনুমোদন করে। এর অধীনে ১ লক্ষ ২ হাজার ৯২৬ কিলোমিটার দীর্ঘ রাস্তা এবং ১৭৩৪টি সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সকলের জন্য আবাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) ২০১৬-র ১ এপ্রিল থেকে বলবৎ হয়। সব যোগ্য পরিবারকে ২০২৯-এর মধ্যে ন্যূনতম স্বাচ্ছন্দ্য সহ ৪.৯৫ কোটি পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য নেওয়া। এপর্যন্ত ২.৯৩ কোটি পাকা বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এছাড়া পূর্বেকার কর্মসূচির বকেয়া ৭৬.৯৮ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। গত ১১ বছরে গ্রামাঞ্চলে মোট ৩.৭০ কোটি বাড়ি তৈরি হয়েছে।
গ্রামাঞ্চলে হর ঘর জল-এর লক্ষ্য পূরণে সরকার ২০১৯-এর অগাস্ট থেকে জল জীবন মিশন চালিয়ে যাচ্ছে রাজ্যগুলির সহায়তায়। ২০২৫-এর ২০ নভেম্বরের মধ্যে আরও ১২.৫০ কোটির বেশি পরিবার বাড়িতে জলের সংযোগ পেয়েছে। সব মিলিয়ে এপর্যন্ত ১৫.৭৪ কোটি পরিবার জল সংযোগের সুবিধা পাচ্ছে।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে সুচারুভাবে। উন্নত মোবাইল ফোন, স্যাটেলাইট ইন্টারনেট এবং কৃষি ক্ষেত্রের জন্য ডিজিটাল উপকরণের মতো উদ্ভাবন ডিজিটাল বৈষম্য দূর করছে। প্রত্যন্ত এলাকায় পৌঁছোচ্ছে গুরুত্বপূর্ণ পরিষেবা। ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত স্বামিত্ব কর্মসূচির অধীনে ড্রোন সমীক্ষা সম্পন্ন হয়েছে ৩.২৮ লক্ষ গ্রামে। ১.৮২ লক্ষ গ্রামের জন্য ২.৭৬ কোটি প্রপার্টি কার্ড তৈরি হচ্ছে। ২০২৩-২৪-এ শীর্ষস্থানীয় সার কোম্পানিগুলি স্বনির্ভরগোষ্ঠীর ড্রোনদিদিদের ১,০৯৪টি ড্রোন দিয়েছে। এর মধ্যে ৫০০টি ড্রোন দেওয়া হয়েছে নমো ড্রোনদিদি কর্মসূচিতে।
ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন প্রোগ্রামে গ্রামের ভূমির নথির কম্পিউটারাইজেশন এবং ডিজিটাইজেশন রূপায়িত হচ্ছে। সর্বভারতীয় স্তরে এযাবৎ পাওয়া ভূমিতথ্যের ৯৯.৮ শতাংশ ডিজিটাইজেশন হয়েছে।
SC/AP/AS
(रिलीज़ आईडी: 2220386)
आगंतुक पटल : 4