প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২৮ জানুয়ারী কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি পিএম ব়্যালিতে ভাষণ দেবেন

प्रविष्टि तिथि: 27 JAN 2026 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ জানুয়ারী, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জানুয়ারী ২০২৬ বেলা সাড়ে ৩টে নাগাদ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম ব়্যালিতে ভাষণ দেবেন। এবছর এই ব়্যালির থিম হল ‘রাষ্ট্র প্রথম - কর্তব্যনিষ্ঠ যুবা’। 

এই ব়্যালির মাধ্যমে একমাস ব্যপী এনসিসি সাধারণতন্ত্র দিবস শিবির ২০২৬-এর সমাপ্তি ঘটবে। এবছর এই শিবিরে দেশের বিভিন্ন প্রান্তের ২,৪০৬ জন এনসিসি ক্যাডেট যোগ দিয়েছেন – যাঁদের মধ্যে ৮৯৮ জন মহিলা। এছাড়াও ছিলেন ২১টি দেশের ২০৭জন প্রতিনিধি। 

ব়্যালি উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক সমারোহেরও আয়োজন করা হয়েছে। পরিবেশনার দায়িত্বে থাকছেন এনসিসি ক্যাডেট এবং রাষ্ট্রীয় রঙ্গশালা ও ন্যাশনাল সার্ভিস স্কিমের সদস্যরা।    

 

SC/ AC/AG


(रिलीज़ आईडी: 2219514) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam , Malayalam