প্রধানমন্ত্রীরদপ্তর
১০-১১ জানুয়ারি সোমনাথ মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, যোগ দেবেন সোমনাথ স্বাভিমান পরবে
प्रविष्टि तिथि:
09 JAN 2026 12:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৬
১০ ও ১১ জানুয়ারি তাঁর গুজরাট সফরকালে সোমনাথ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, তিনি সোমনাথ স্বাভিমান পরবেও যোগ দেবেন। ১০ জানুয়ারি রাত ৮টা নাগাদ তিনি ওঙ্কার মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপর সোমনাথ মন্দিরে ড্রোন শো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পরদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ তিনি শৌর্য যাত্রায় অংশ নেবেন। সোমনাথ মন্দির রক্ষায় অসংখ্য যোদ্ধার বলিদানকে সম্মান জানাতে এই যাত্রার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে দর্শন ও পূজায় অংশ নেবেন। সকাল ১১টায় সোমনাথে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।
৮ থেকে ১১ জানুয়ারি সোমনাথ মন্দিরে সোমনাথ স্বাভিমান পরবের আয়োজন করা হয়েছে। ১০২৬ খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ সোমনাথ মন্দিরে আগ্রাসন চালিয়েছিল। এই বছর তার হাজার বছর পূর্ণ হচ্ছে।
ভারতের স্বাধীনতার পর, সোমনাথ মন্দির সংস্কারের উদ্যোগ নেন সর্দার বল্লভভাই প্যাটেল। ১৯৫১ সালে মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয় এবং তদানীন্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ভক্তদের জন্য মন্দিরটি খুলে দেন।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2212870)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam