প্রধানমন্ত্রীরদপ্তর
দন্ডক্রম পরায়ণম সম্পন্ন করার জন্য বেদমূর্তি দেবব্রত মহেশ রেখে’কে অভিনন্দন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
02 DEC 2025 1:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২৫
৫০ দিনের মধ্যে শুক্লা যজুর্বেদের ২ হাজারটি মন্ত্র আয়ত্ত করার জন্য বেদমূর্তি দেবব্রত মহেশ রেখে’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
"১৯ বছরের বেদমূর্তি দেবব্রত মহেশ রেখে যা করেছেন, তা আগামী প্রজন্ম মনে রাখবে।
ভারতীয় সংস্কৃতির অনুরাগী প্রতিটি ব্যক্তি তাঁর জন্য গর্বিত। তিনি শুক্ল যজুর্বেদের মধ্যনন্দিনী শাখার ২০০০টি মন্ত্র নিয়ে গঠিত দণ্ডকর্ম পরায়ণম টানা ৫০ দিনের মধ্যে কোনও বাধা ছাড়াই সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে, বেশ কয়েকটি বৈদিক শ্লোক এবং পবিত্র স্তোত্র, যা নির্ভুলভাবে পাঠ করা হয়েছে। গুরু পরম্পরার শ্রেষ্ঠ প্রতিমূর্তি হলেন তিনি। কাশীর সাংসদ হিসেবে আমি আনন্দিত যে, পবিত্র এই শহর এই অসাধারণ কীর্তির সাক্ষী হয়ে রয়েছে। তাঁর পরিবার, ভারত জুড়ে অসংখ্য সাধু, ঋষি, পণ্ডিত এবং সংগঠনের প্রতি আমার প্রণাম।"
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2197649)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam