iffi banner

৬ষ্ঠ ইফি তে এনএফডিসি–এনএএফআইর তত্ত্বাবধানে পুনরুদ্ধারিত নীরব ছবি ‘মুরলিওয়ালা’র বিশেষ প্রদর্শনী

নীরব যুগের 'লাইভ মিউজিক' এর অভিজ্ঞতায় দর্শকরা ১৯২০-র দশকে ফিরে গেলেন।

ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন বা এনএফএইচএম-এর আওতায় পুনরুদ্ধারিত আঠারোটি কালজয়ী ছবিকে ভারতীয় প্যানোরামার স্পেশাল প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে

#IFFIWood, ২৪ নভেম্বর ২০২৫

 

চতুর্থ দিনে ইফির দর্শকদের জন্য এক অনন্য সময়যাত্রা তৈরি করল ‘মুরলিওয়ালা’র বিশেষ প্রদর্শনী। এনএফডিসি এবং এনএফএআই এনএফএইচএম-এর অধীনে আঠারোটি কালজয়ী ছবি পুনরুদ্ধার করেছে এবং এই বছরের ইফির জন্য ভারতীয় প্যানোরামার 'স্পেশাল প্যাকেজ' সাজিয়েছে। প্যাকেজে হিন্দি, তেলুগু, মালায়ালম, বাংলা এবং মারাঠি ছবি রয়েছে। প্রতিটি ছবিকে সেগুলির মৌলিক সৃজনশীল ভাবনাকে সম্মান জানিয়ে নিপুণ সংরক্ষণ পদ্ধতিতে পুনরুদ্ধার করা হয়েছে।

নীরব যুগের নবনির্মাণ

এনএফডিসি-র কার্যনির্বাহী পরিচালক শ্রী প্রকাশ মাগদুম প্রদর্শনীর উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “আজকের প্রজন্মের সামনে নীরব চলচ্চিত্রের অভিজ্ঞতা ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। সংগীতশিল্পীরা ছবি চলাকালীন সামনের সারিতে বসে 'লাইভ মিউজিক' পরিবেশন করতেন। রাহুলজির নেতৃত্বে এই অভিজ্ঞতাকে আমরা উপযুক্ত মাধুর্য এবং মহিমায় জীবন্ত করে তুলতে নিশ্চয়ই সফল হব।”

সংগীত পরিচালক শ্রী রাহুল রানাডে বলেন, “৯৮ বছর আগের ছবির সংগীত পুনর্নির্মাণ করা এবং সরাসরি পরিবেশন করা একই সঙ্গে অসাধারণ সম্মান এবং মস্ত পরীক্ষা। আপনি দেখতে পাবেন বাবুরাওজি ১৯২৭ সালে কেমন ছবি বানিয়েছিলেন, কী ধরনের 'স্পেশাল এফেক্ট' তৈরি করেছিলেন। আশা করি আমি এবং আমার দল ছবিটির যথাযথ মর্যাদা রক্ষা করতে পারব।”

উল্লেখযোগ্য যে, বাবুরাও পেইন্টার নির্মিত ‘মুরলিওয়ালা’ (১৯২৭) এখনও দেখা যায় এমন হাতেগোনা কিছু ভারতীয় নীরব ছবির একটি এবং এনএফএইচএমের সংগ্রহের এক অমূল্য সম্পদ। এই প্রদর্শনী দর্শকদের সামনে ১৯২০ দশকের বিরল অভিজ্ঞতা উপহার দেয়।  প্রদর্শনীতে বাবুরাও পেইন্টার-এর দুই কন্যার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ।

এক আনুষ্ঠানিক উদযাপনের বছর

এ বছরের প্রদর্শনীতে ১২৫ বছর পূর্তি উপলক্ষে ভি. শান্তারামকে বিশেষ সম্মান জানানো হয়েছে এবং একই সঙ্গে শতবর্ষপূর্তি উপলক্ষে গুরু দত্ত, রাজ খোসলা, ঋত্বিক ঘটক, ভূপেন হাজারিকা, পি. ভানুমতী, সলিল চৌধুরী এবং কে. বৈকুণ্ঠের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উৎসবে আধুনিক ভারতীয় চলচ্চিত্রের রূপান্তরে সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে এনএফডিসি-র পঞ্চাশ বছর পূর্তিরও উদযাপন করা হচ্ছে । শ্যাম বেনেগালের ‘সুস্মান’ ছবির বিশেষ প্রদর্শনী তাঁর প্রতিভার ঔজ্জ্বল্য তুলে ধরে।

ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন

২০১৬ সালের নভেম্বরে শুরু হওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। ক্যামেরা নেগেটিভ থেকে শুরু করে রিলিজ প্রিন্ট, দুর্লভ সংরক্ষণ উপাদান, সবকিছুর রক্ষণাবেক্ষণ, ডিজিটাইজেশন এবং পুনরুদ্ধারের দায়িত্ব এই প্রকল্পের।

আইএফএফআই ২০২৫-এর জন্য পুনরুদ্ধারিত ভারতীয় ছবিগুলি এই ধৈর্যস্বাপেক্ষ প্রক্রিয়ার সাক্ষ্য বহন করে। প্রতিটি ফ্রেমের নিখুঁত পুনর্গঠন ও রঙ-সংশোধন করা হয়েছে, অনেক ক্ষেত্রে নির্মাতা, চিত্রগ্রাহক বা তাঁদের ঘনিষ্ঠ সহকর্মীদের তত্ত্বাবধানে।

উৎসবের অন্যতম আকর্ষণ ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’র পুনর্নির্মাণ, যা এনএফডিসি–এনএএফআই সংগ্রহের ৩৫ মিমি মাস্টার পজিটিভ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। চূড়ান্ত রঙ সংশোধনের দায়িত্বে ছিলেন চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়।

মৃণাল সেনের সমসাময়িক মুন্নাভার আলির ‘উমরাও জান’ পুনর্নির্মিত হয়েছে সংরক্ষিত ৩৫ মিমি রিলিজ প্রিন্ট থেকে, কারণ মূল নেগেটিভ চূড়ান্ত ক্ষয়ের শিকার হয়। ছবির স্বতন্ত্র রঙ-শৈলী যথাযথভাবে বজায় রাখতে রঙ সংশোধনের সময় ব্যক্তিগতভাবে নজরদারি করেছেন নির্মাতা স্বয়ং।

এই পুনরুদ্ধারের প্রয়াস ভারতের সর্বাধিক প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টিকে সম্মান জানায় এবং দেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণের প্রয়াস আরও দৃঢ় করে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সাংস্কৃতিক ও নান্দনিক ঐতিহ্য পৌঁছে দিতে এই উদ্যোগ অপরিহার্য।

ভারতীয় প্যানোরামা স্পেশাল প্যাকেজের জন্য পুনরুদ্ধারিত ছবির তালিকা

উমরাও জান (মুঝফ্ফর আলি – হিন্দি/১৪৫ মিনিট/ ৪কে ডিসিপি)

মাল্লীস্বরী (বি. এন. রেড্ডি – তেলুগু/১৭৫ মিনিট/ ৪কে ডিসিপি)

রুদালি (কল্পনা লাজমি – হিন্দি/১২৮ মিনিট/ ৪কে ডিসিপি)

গমন (মুঝফ্ফর আলি – হিন্দি/১১৯ মিনিট/ ৪কে ডিসিপি)

ফিয়ার (ঋত্বিক ঘটক – হিন্দি/১৮ মিনিট/ ৪কে ডিসিপি)

সুবর্ণরেখা (ঋত্বিক ঘটক – বাংলা/১৪৩ মিনিট/ ৪কে ডিসিপি)

মুরলিওয়ালা (বাবুরাও পেইন্টার – নীরব/৪৫ মিনিট)

পার্টি (গোবিন্দ নিহালানি – হিন্দি/১১৮ মিনিট/২কে ডিসিপি)

সি. আই. ডি. (রাজ খোসলা – হিন্দি/১৪৬ মিনিট/৪কে ডিসিপি)

পেয়াসা (গুরু দত্ত – হিন্দি/১৪৬ মিনিট/৪কে ডিসিপি)

এক ডক্টর কি মৌত (তপন সিংহ – হিন্দি/১২২ মিনিট/৪কে ডিসিপি)

এক হোতা বিদূষক (জব্বার পটেল – মারাঠি/১৬৮ মিনিট/৪কে ডিসিপি)

কিরীদম (সিবি মালয়িল – মালয়ালম/১২৪ মিনিট/৪কে ডিসিপি)

ড. কোটনিস কি অমর কাহানি (ভি. শান্তারাম – হিন্দি/১০০ মিনিট/২কে ডিসিপি)

সুষ্মান (শ্যাম বেনেগাল – হিন্দি/১৪০ মিনিট/২কে ডিসিপি)

মুসাফির (হৃষিকেশ মুখার্জি – হিন্দি/১২৭ মিনিট/৪কে ডিসিপি)

শহীদ (রমেশ সৈগল – হিন্দি/১৯৪৮/৪কে ডিসিপি)

গীতাঞ্জলি (মণি রত্নম – তেলুগু/১৩৭ মিনিট/৪কে ডিসিপি)

IFFI Website: https://www.iffigoa.org/

PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/

PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F

X Post Link: https://x.com/PIB_Panaji/status/1991438887512850647?s=20

X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji

 

***
SC/RS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2196898   |   Visitor Counter: 19