প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথি-তে প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে

प्रविष्टि तिथि: 19 NOV 2025 1:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ নভেম্বর, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাইরামের মন্ত্রের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথি-তে পৌঁছান। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রী প্রশান্তি নিলয়মের সাই কুলবন্ত হ’ল-এ শ্রী সত্য সাই বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ওঁমকার হলে দর্শনের জন্য যান। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থানে থাকা শ্রী সত্য সাই বাবার অসীম করুণা ও মানবতা উন্নয়নের প্রতি আজীবন প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, শ্রী সত্য সাই বাবার নিঃস্বার্থ সেবার কথা লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায় ও অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী শ্রী সত্য সাই সেন্ট্রাল ট্রাস্ট আয়োজিত গৌদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই ট্রাস্ট পশু কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ সহ অন্যান্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এই অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষকদের গরু প্রদান করা হয়। যার মধ্যে গির গরুও রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, শ্রী সত্য সাই বাবার আদর্শ অনুসরণ করে সমাজ কল্যাণের জন্য সকলকে কাজ চালিয়ে যেতে হবে।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“সাই রাম-এর মন্ত্রের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথিতে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।”

“প্রশান্তি নিলয়মের সাই কুলবন্ত হ’ল-এ শ্রী সত্য সাই বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওঁমকার হ’ল দর্শনের জন্য গিয়েছিলাম। এই পবিত্র স্থানগুলিতে তাঁর অসীম করুণা ও মানবতা উন্নয়নের প্রতি আজীবন প্রতিশ্রুতির স্মারক দেখতে পাওয়া যায়। তাঁর নিঃস্বার্থ সেবার বার্তা লক্ষ লক্ষ মানুষকে পথ প্রদর্শন করে ও অনুপ্রাণিত করে।”

 


SC/PM/SKD


(रिलीज़ आईडी: 2191671) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam