প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীকে বরণ ভুটানের রাজার

Posted On: 11 NOV 2025 6:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৫ 

 

থিম্পুতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বরণ করেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি এবং শক্তিশালী করা নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ভুটানের রাজা। 


ভুটানের আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করেন সেদেশের রাজা। 
দুই নেতা যৌথভাবে ১০২০ মেগাওয়াটের পুনাতসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে দু’দেশের মানুষই উপকৃত হবেন। দুই নেতার উপস্থিতিতে পুনর্নবীকরণযোগ্য শক্তি, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে তিনটি মউ স্বাক্ষরিত হয়। 

বিদ্যুৎ প্রকল্পে বিশেষ ছাড়ে ভুটানকে ৪ হাজার কোটি টাকা ঋণ প্রদানের কথা ঘোষণা করেছে ভারত। 


মউ সংক্রান্ত তালিকা এবং অন্যান্য ঘোষণা সম্পর্কে জানতে এই লিঙ্কটি দেখুন -
http:// https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188898

 

SC/MP/SB


(Release ID: 2189122) Visitor Counter : 4