প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভূটানের থিম্পুতে মাননীয় চতুর্থ রাজার সত্তরতম জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবার কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 11 NOV 2025 5:24PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১১ নভেম্বর, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থিম্পুতে ভুটানের চতুর্থ রাজার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু অংশ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায়  শ্রী মোদী বলেছেন:
" দিল্লিতে গত সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ সকলকে দারুণভাবে বিচলিত করেছে।  ক্ষতিগ্রস্তদের পাশে ভারত দাঁড়িয়েছে।
আমি প্রত্যেককে আশ্বস্ত করে বলছি যে তদন্তকারী সংস্থাগুলি পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। 
ষড়যন্ত্রকারীদের সকলকে বিচারের আওতায় আনা হবে।" 
"মহামান্য চতুর্থ রাজার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে, ভুটানের জনগণ দিল্লিতে বিস্ফোরণের  কারণে  অনবদ্য এক প্রার্থনার মাধ্যমে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আমি এই প্রয়াস কখনই ভুলব না।" 
"ভুটানের চতুর্থ রাজাকে অত্যন্ত শ্রদ্ধা করা হয়। তাঁর দূরদর্শিতার কারণে ভুটান উন্নতির নতুন উচ্চতায় পৌঁছাতে পেরেছে।"    
"ভারত ও ভুটানের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে, যা আমাদের দুইদেশের মধ্যে নানাধরনের সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হয়।" 
" ভারত —ভুটান সহযোগিতা শক্তি ও যোগাযোগ- এই দুই ক্ষেত্রে আরও শক্তিশালী হচ্ছে।"

 

SC/CB


(Release ID: 2189118) Visitor Counter : 3