প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা-গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে স্বর্ণ পদক জেতায় সুহাস এল যোথিরাজকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 27 OCT 2023 7:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা-গেমসে পুরুষ বিভাগে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল-৪-এ স্বর্ণ পদক জেতায় সুহাস এল যোথিরাজকে অভিনন্দন জানিয়েছেন।  

এক্স পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন :

“এশিয়ান প্যারা-গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গলস এসএল-৪-এ স্বর্ণ পদক জেতায় সুহাস এল যোথিরাজকে অভিনন্দন! তিনি তাঁর অসামান্য নিষ্ঠা ও দক্ষতাকে তুলে ধরেছেন। তাঁর এই সাফল্য তাঁর নিরন্তর প্রয়াস এবং আবেগকে প্রতিধ্বনিত করছে।”

 

SC/AB/DM


(Release ID: 2187380) Visitor Counter : 3