প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর যৌথভাবে ১ নভেম্বর তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন
Posted On:
31 OCT 2023 5:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা যৌথভাবে ১ নভেম্বর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বেলা ১১টা নাগাদ ভারতের সহায়তায় গড়ে ওঠা তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এই তিনটি প্রকল্প হল – আখাউরা-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।
বাংলাদেশকে দেওয়া ভারতের আর্থিক অনুদান ৩৯২.৫২ কোটি টাকায় আখাউরা-আগরতলা আন্তঃসীমান্ত রেল প্রকল্প গড়ে উঠেছে। এই রেল সংযোগের দৈর্ঘ্য হল ১২.২৪ কিলোমিটার। বাংলাদেশে এই রেলপথের ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ লাইন এবং ত্রিপুরা রয়েছে ৫.৪৬ কিলোমিটার।
এছাড়া, ভারতের ৩৮৮.৯২ মিলিয়ন মার্কিন ডলার সুবিধাজনক শর্তে ঋণ অনুদানে খুলনা-মংলা বন্দর রেললাইন নির্মিত হয়েছে। এই রেলপথে মংলা বন্দর ও খুলনা রেল নেটওয়ার্কে প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ লাইন নির্মাণের সঙ্গে ঐ আর্থিক সাহায্য যুক্ত। এর ফলে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসেবে মংলা ব্রডগেজ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে।
ভারতের সুবিধাজনক শর্তে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণে ১,৩২০ মেগাওয়াট ২x৬৬০ মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের খুলনা ডিভিশনের রামপালে নির্মিত হয়েছে। এই প্রকল্প ভারত-বাংলাদেশ মৈত্রী বিদ্যুৎ কোম্পানি (বেসরকারি) লিমিটেড (বিআইএফপিসিএল) রূপায়ণ করেছে। এই কোম্পানি ভারতের এনটিপিসি লিমিটেড এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ (বিপিডিপি)-এর ৫০:৫০ যৌথ অংশীদারিত্বে গড়ে উঠেছে।
এই কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সুরক্ষা শক্তির প্রসার ঘটাবে।
SC/AB/DM..
(Release ID: 2187292)
Visitor Counter : 4
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam