স্বরাষ্ট্র মন্ত্রক
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে নতুন দিল্লিতে ‘রান ফর ইউনিটি’র সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
Posted On:
31 OCT 2025 1:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৫
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘রান ফর ইউনিটি’র সূচনা করেছেন। তিনি সমবেত মানুষজনকে একতার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহরলাল ও ডঃ মনসুখ মান্ডভিয়া, দিল্লির উপ-রাজ্যপাল শ্রী ভি কে সাক্সেনা, মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রী শাহ বলেন, আজ আমাদের সবার কাছে একটি বিশেষ দিন। ২০১৪ সাল থেকে প্রতি বছর এই দিনটিতে সর্দার প্যাটেলের স্মৃতিতে ‘রান ফর ইউনিটি’র আয়োজন করা হয়। এবার সর্দার প্যাটেলের সার্ধশতবর্ষ পূর্তি হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন ভারতের বর্তমান মানচিত্রের আকার দেওয়ার পেছনে সর্দার প্যাটেলের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ব্যারিস্টার হিসেবে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ অগ্রাহ্য করে সর্দার প্যাটেল মহাত্মা গান্ধীর আহ্বানে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯২৮ সালে কৃষকদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে বার্দোলি সত্যাগ্রহ তাঁর নেতৃত্বদানের ক্ষমতাকে সর্বজন গ্রাহ্য করে তোলে। ছোট্ট একটি শহরে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ব্রিটিশরা বাধ্য হয় কৃষকদের দাবি মেনে নিতে। এই আন্দোলনের পরই মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল’কে ‘সর্দার’ উপাধি প্রদান করেন।
শ্রী শাহ বলেন, স্বাধীনতার পর ব্রিটিশরা ভারত’কে ৫৬২টি দেশীয় রাজ্যে টুকরো করে দিয়েছিল। এতভাগে বিভক্ত একটি দেশ কিভাবে সংযুক্ত হবে, প্রত্যেকেই তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সর্দার প্যাটেলের নিরন্তর প্রয়াস, দৃঢ় সংকল্প এবং রাষ্ট্রনায়কোচিত আচরণ খুব অল্প সময়ের মধ্যে ৫৬২টি দেশীয় রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করে এবং আমাদের দেশের বর্তমান আকারের ভিত্তি স্থাপিত হয়। কাঠিয়াওয়ার, ভোপাল, জুনাগড়, যোধপুর, ত্রিবাঙ্কুর এবং হায়দরাবাদের মতো এলাকাগুলি বিচ্ছিন্ন থাকার জন্য নানাধরনের প্রয়াস চালিয়েছিল। কিন্তু, সর্দার প্যাটেলের অটল সংকল্প ও দৃঢ় ইচ্ছাশক্তি তাদের এক ঐক্যবদ্ধ ভারতের অঙ্গ করে তোলে। একমাত্র কাশ্মীরের সম্পূর্ণ সংযুক্তি ৩৭০ ধারার জন্য সম্ভব হয়নি। কিন্তু, সর্দার প্যাটেলের সেই অসম্পূর্ণ কাজ প্রধানমন্ত্রী মোদী সম্পূর্ণ করেছেন। আজ ভারত প্রকৃত অর্থেই ঐক্যবদ্ধ।
শ্রী শাহ বলেন, স্বাধীনতা অর্জনের দিন সবাই যখন জাতীয় পতাকা তুলতে ব্যস্ত ছিলেন, সর্দার প্যাটেল তখন নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজের গতিবিধির উপর নজর রাখছিলেন। সেই সময়ে, লাক্ষাদ্বীপ কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে বিবাদ বেধেছিল। দ্রুত সেখানে নৌ-বহর পাঠিয়ে জাতীয় পতাকা উত্তোলন করিয়ে সর্দার প্যাটেল লাক্ষাদ্বীপকে স্বাধীন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছিলেন।
বিরোধীদের নেতৃত্বাধীন সরকারগুলি সর্দার প্যাটেল’কে তাঁর প্রাপ্য মর্যাদা দেয়নি বলে শ্রী অমিত শাহ অভিযোগ করেন। তিনি বলেন, সর্দার প্যাটেল’কে ভারতরত্ন সম্মানে ভূষিত করতে ৪১ বছর সময় লেগেছে। সর্দার প্যাটেলের স্মৃতিতে কখনও কোনও স্মারক তৈরি হয়নি। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি কেভাডিয়ায় সর্দার প্যাটেলের স্মৃতিতে এমন এক সৌধ গড়ে তোলার সংকল্প নেন, সারা বিশ্ব যার দিকে চেয়ে থাকবে। সেই সময়েই স্ট্যাচু অফ ইউনিটির ভাবনা তাঁর মাথায় আসে। ২০১৩ সালের ৩১ অক্টোবর স্ট্যাচু অফ ইউনিটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ৫৭ মাসের মধ্যে সর্দার প্যাটেলের ১৮২ মিটার উঁচু এই স্ট্যাচুর কাজ শেষ হয়। সর্দার প্যাটেল ছিলেন কৃষকদের নেতা। সেইজন্যই এই স্ট্যাচু নির্মাণে যে প্রায় ২৫ হাজার টন লোহা লেগেছে, তা এসেছে কৃষকদের লোহার সরঞ্জাম গলিয়ে। এই স্ট্যাচুতে মোট প্রায় ২৫ হাজার টন লোহা, ৯০ হাজার ঘন মিটার কংক্রিট এবং ১ হাজার ৭০০ টন ব্রোঞ্জ লেগেছে। এ পর্যন্ত এই স্ট্যাচু দেখেছেন প্রায় ২.৫ কোটি মানুষ।
শ্রী শাহ বলেন, সর্দার প্যাটেল ঐক্য, সংহতি ও অভ্যন্তরীণ সুরক্ষার যে পথ দেখিয়ে গেছেন, ভারত আজ সেই পথেই অগ্রসর হচ্ছে। কেভাডিয়ায় আজ প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে সব রাজ্যের পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বর্ণাঢ্য কুচাকাওয়াজের মাধ্যমে সর্দার প্যাটেলকে শ্রদ্ধা নিবেদন করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্থির করেছে, এবার থেকে প্রতি বছর ইউনিটি প্যারেডের আয়োজন করা হবে। এই বছর ‘রান ফর ইউনিটি’ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন বিশেষভাবে করা হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং দ্বারকা থেকে কামাক্ষ্যা পর্যন্ত সর্দার প্যাটেলের ভাবধারাকে বিশেষ করে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে তরুণ-তরুণীরা দেশের ঐক্য ও সংহতি বজায় রাখার শপথ নিচ্ছেন, তাঁরাই আগামী দিনে ভারতের ভবিষ্যৎ গঠন করবেন।
SC/SD/SB…
(Release ID: 2184861)
Visitor Counter : 3
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam