প্রধানমন্ত্রীরদপ্তর
উত্তর প্রদেশের বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
Posted On:
20 OCT 2024 7:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৪
নমঃ পার্বতী পাতায়ে...
হর হর মহাদেব!
মঞ্চে উপস্থিত উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, প্রযুক্তির মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে যুক্ত অন্যান্য রাজ্যের সম্মানিত রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী শ্রী নাইডু জি, প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক জি, উত্তর প্রদেশের অন্যান্য মন্ত্রীরা, সংসদ সদস্য এবং বিধায়করা, এবং বেনারসের আমার প্রিয় ভাই ও বোনেরা!
আজ, আবারও, আমার বেনারস সফরের সুযোগ হয়েছে... আজ চেতগঞ্জেও নক্কাতাইয়া মেলা অনুষ্ঠিত হচ্ছে... ধনতেরাস, দীপাবলি এবং ছট উৎসব এগিয়ে আসছে... এবং আজ এই উৎসবগুলির আগে বেনারস উন্নয়নের উদযাপনের সাক্ষী হয়েছি। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন।
বন্ধুরা,
আজ বেনারসের জন্য একটি শুভ দিন। আমি শঙ্কর চক্ষু হাসপাতাল উদ্বোধন করেছি, যা বৃদ্ধ ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ সাহায্য হবে। বাবা বিশ্বনাথের আশীর্বাদে দেশের ও উত্তরপ্রদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া প্রকল্প উদ্বোধন করা হয়েছে। আজ, বিমানবন্দর, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া, স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রে নতুন প্রকল্প চালু হয়েছে, যা যুবকদের জন্য কর্মসংস্থানও তৈরি করবে।
গত ১২৫ দিনে, সরকার দেশের ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প শুরু করেছে, যা দরিদ্র ও কৃষকদের জন্য বরাদ্দ। ১০ বছর আগে সংবাদপত্রে দুর্নীতি শিরোনাম হতো, আজ প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে দেশের উন্নয়ন। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা ও যুবসমাজের কর্মসংস্থান বাড়ানো হয়েছে। নতুন মহাসড়ক, রেলপথ, বিমানবন্দর এবং আধুনিক সুযোগ-সুবিধা কাশী ও দেশকে সমৃদ্ধ করছে।
বারাণসীর উন্নয়ন দেখে আমরা আনন্দিত। কাশীকে একটি আধুনিক ও ঐতিহ্যবাহী শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে—বিশ্বনাথ ধাম, রিং রোড, স্টেডিয়াম ও রোপওয়ে সহ। গঙ্গার উপর নতুন রেল-সড়ক সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে, যা লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করবে। কাশী সাংস্কৃতিক শহর হিসেবে গুরুত্বপূর্ণ, যেখানে শিবের জ্যোতির্লিঙ্গ, মণিকর্ণিকা ও সারনাথ অবস্থিত।
উন্নয়নে বৈষম্য দূর করা হয়েছে এবং 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতি বাস্তবায়িত হয়েছে। মহিলাদের সংরক্ষণ, তিন তালাক দূরীকরণ এবং সংরক্ষণ সংস্কারের মাধ্যমে সমাজের প্রতিটি স্তর উপকৃত হয়েছে। আমাদের সততা ও উদ্দীপনা দেশের প্রতিটি পরিবারের জীবন পরিবর্তন করছে।
আজ ভারত পরিবারভিত্তিক রাজনীতির চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা নতুন প্রজন্মকে রাজনীতিতে আনছি, যারা পারিবারিক সম্পর্ক ছাড়া দেশের জন্য কাজ করবে। কাশীর যুবকদের এই নতুন রাজনৈতিক আন্দোলনের অংশ হওয়ার আহ্বান জানাচ্ছি।
বন্ধুরা,
আবারও, কাশী দেশজুড়ে উন্নয়নের নতুন মানদণ্ডের সূচনাস্থল হয়ে উঠেছে। কাশী আবারও জাতির জন্য এক নতুন ঢেউয়ের সাক্ষী হয়েছে। আজকের উন্নয়ন কর্মসূচির সাথে যুক্ত সমস্ত রাজ্য, মাননীয় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কাশীর জনগণ এবং দেশের নাগরিকদের আমি অভিনন্দন জানাই।
আমার সাথে যোগ দিন:
নমঃ পার্বতী পাতায়ে...
হর হর মহাদেব!
SSS/SB/NS….
(Release ID: 2177498)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam