প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভুটানের রাজার অভিনন্দনমূলক ফোন কল প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রী মোদি উষ্ণ শুভেচ্ছার বিনিময়ে রাজার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেন

উভয় নেতা ভারত-ভুটান বন্ধুত্বের দৃষ্টান্তমূলক সম্পর্ক বজায় রাখার জন্য তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন

Posted On: 05 JUN 2024 10:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ জুন, ২০২৪

 

ভুটানের রাজা, শ্রী জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ১৮-তম লোকসভা নির্বাচনে এনডিএ-এর জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

রাজা উষ্ণ শুভেচ্ছার মাধ্যমে ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের অকুন্ঠ প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী রাজার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভুটান ও ভারত (ভারত)- এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে, প্রধানমন্ত্রী ভারত সরকারের ভুটান সরকারের সঙ্গে কাজ করার এবং এই অন্যান্য দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি  নিশ্চিত করেন।

ভারত-ভুটান অংশীদারিত্ব সর্বোচ্চ বিশ্বাস, সদিচ্ছা এবং পারস্পরিক বোঝাপড়ার দ্বারা পরিপুষ্ট এবং এটি  জনগণ- জনগণে সংযোগের বার্তাবহ এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্বের মাধ্যমে সুদৃঢ় হয়ে উঠেছে।

 

****

SSS/TM


(Release ID: 2177120) Visitor Counter : 6