প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন

Posted On: 30 OCT 2024 9:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অক্টোবর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মি: পেতংটার্ন সিনাওয়াত্রার উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন। আজ ব্যাংককের পাহুরাত, লিটল ইন্ডিয়ায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ‘অ্যামেজিং থাইল্যান্ড দিওয়ালি ফেস্টিভ্যাল ২০২৪’-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই উৎসবের সাফল্য কামনা করেছেন। তিনি বলেছেন, এই অনুষ্ঠান ভারত ও থাইল্যান্ডের সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করবে।

এক্স-হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন - 

“প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার উদ্যোগে আনন্দিত। অ্যামেজিং থাইল্যান্ড দিওয়ালি ফেস্টিভ্যালের জন্য রইল আমার শুভ কামনা। এই উৎসব ভারত ও থাইল্যান্ডের সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করুক।”
@ingshin

**

 

SSS/SS


(Release ID: 2171223) Visitor Counter : 7