কেন্দ্রীয়মন্ত্রিসভা
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা অযোধ্যা ধামে শ্রীরাম মন্দিরে প্রাণ প্রতিষ্টা উপলক্ষে একটি প্রস্তাব গ্রহণ করল
प्रविष्टि तिथि:
24 JAN 2024 9:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি ২০২৪
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা অযোধ্যা ধামে শ্রীরাম মন্দিরে প্রাণ প্রতিষ্টা উপলক্ষে একটি প্রস্তাব গ্রহণ করেছে।
প্রস্তাবের পাঠ নিম্নরূপ—
মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমেই আমরা, আপনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা, রামলালার প্রতিমার ‘প্রাণ প্রতিষ্টা’র ঐতিহাসিক উপলক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আপনি ভারতীয় সভ্যতার পাঁচ শতাব্দীর স্বপ্ন পূর্ণ করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মন্ত্রিসভার অধিবেশন ঐতিহাসিক।
এর আগে বহুবার অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রিসভা গঠনের পর থেকে, এমনকি ব্রিটিশ আমলে ভাইসরয়ের কার্যনির্বাহী পর্ষদের সময়কাল হিসেব করলেও, এরকম মুহূর্ত এর আগে কখনও আসেনি। ২২ জানুয়ারি ২০২৪-এ আপনি যা সম্পন্ন করেছেন, তা ইতিহাসে অনন্য।
বহু সতক পর এইরকম এক অপূর্ব ঘটনা ঘটেছে, তাই এটি অনন্য। বলা যায়, ১৯৪৭-এ জাতি বাহ্যিক স্বাধীনতা পেয়েছিল, আর এখন তার আত্মগরিমা প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে, সকলের মনে এক গভীর আধ্যাত্মিক আনন্দের সঞ্চার ঘটেছে।
আপনার ভাষণে আপনি বলেছিলেন, ভগবান রামই ভারতবর্ষের প্রেরণা ও প্রবাহ, তিনিই নীতি, তিনিই নিয়তি।
আজ আমরা বলতে পারি, রাজনৈতিক নয়, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের প্রাণ প্রতিষ্টার জন্য নিয়তিই আপনাকে বেছে নিয়েছে। তিনি ভারতবর্ষের সভ্যতার অনন্ত প্রবাহ ও আন্তর্জাতিক প্রভাবের মূল ভিত্তি।
নিশ্চয়ই, ভগবান শ্রীরামই ভারতের নিয়তি, আর সেই নিয়তির সঙ্গে আজ প্রকৃতপক্ষে মিলন ঘটেছে।
আসলে এইরকম মুহূর্ত মন্ত্রিসভার সদস্যদের জীবনেে একবার আসে এমন বলা যায় না। এটি জন্মজন্মান্তরে বিরল।
এই সময়ে দেশের সর্বোচ্চ সংগঠনে, অর্থাৎ মন্ত্রিসভায় উপস্থিত থাকতে পেরে আমরা ভাগ্যবান।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পদক্ষেপ জাতির মনোবল বাড়িয়েছে, সাংস্কৃতিক আত্মবিশ্বাস দৃঢ় করেছে।
প্রাণ প্রতিষ্টার দিনে যে আবেগের জোয়ার আমরা দেশ জুড়ে দেখেছি, তা অতুলনীয়।
এর আগেও আমরা জরুরি অবস্থার সময় জনগণের ঐক্য দেখেছিলাম, কিন্তু সেই ঐক্য একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ।
কিন্তু ভগবান রামের জন্য গণ-আন্দোলন এক নতুন যুগের সূচনা।
এই দেশের মানুষ বহু শতাব্দী অপেক্ষা করেছে। আজ ভব্য রামমন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্টার সঙ্গে নতুন যুগের পথচলা শুরু। এটি এখন এক নতুন আখ্যানও গড়ে তুলেছে।
মাননীয় প্রধানমন্ত্রী, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এত বড় আচার অসম্ভব।
গোস্বামী তুলসীদাসজি লিখেছেন— “জা পর কৃপা রাম কি হয়। তা পর কৃপা করে সব কোই।।।” — অর্থাৎ যাঁর উপর ভগবান রামের কৃপা থাকে, তিনি সকলের কৃপা লাভ করেন।
প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের ইতিহাসে শুধুমাত্র শ্রীরাম জন্মভূমি আন্দোলনই দেশজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। কোটি কোটি ভারতবাসীর দীর্ঘ প্রতীক্ষা ও আবেগ এর সঙ্গে জড়িয়ে।
আপনি ১১ দিনের আচার পালনে নিজেকে সমর্পণ করেছিলেন, শ্রীরামের পবিত্র তীর্থস্থানে ভক্তি ও সাধনায় জাতীয় ঐক্যের চেতনায় নতুন শক্তি সঞ্চার করেছিলেন। তাই আমরা কেবল মন্ত্রিসভার সদস্য হিসেবেই নয়, সাধারণ নাগরিক হিসেবেও আপনাকে অভিনন্দন জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের থেকে যে অপরিসীম স্নেহ ও ভালোবাসা আপনি পেয়েছেন, তা আপনাকে প্রকৃত অর্থে জননেতা করে তুলেছে। কিন্তু এই নতুন যুগের সূচনার পর আপনি নতুন প্রজন্মের দূত হিসেবেও আবির্ভূত হয়েছেন।
আপনাকে অসংখ্য প্রণাম। আমাদের দেশ এগিয়ে যাক, ভারত উন্নতির শিখরে উঠুক—এই আমাদের শুভকামনা।
এই মন্দির হাজার বছরের জন্য নির্মিত হয়েছে, আর যেমন আপনি বলেছিলেন: “২২ জানুয়ারির সূর্যোদয় এক দিব্য আলো নিয়ে এসেছে। এটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি এক নতুন যুগের সূচনা। এক জাতি, যা দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হচ্ছে, যা অতীতের প্রতিটি ক্ষত থেকে সাহস আহরণ করছে, আজ নতুন ইতিহাস গড়ছে। সহস্র বছর পরও মানুষ এই তারিখ, এই মুহূর্ত স্মরণ করবে। ভগবান রামের কী আশীর্বাদ আমাদের উপর যে আমরা এই মুহূর্তে বেঁচে আছি, নিজের চোখে তা প্রত্যক্ষ করছি। আজ দিন, দিক, দিগন্ত—সবই পূর্ণ হয়েছে ঐশ্বর্যে। এটি সাধারণ সময় নয়। এটি চিরন্তন কালি দিয়ে কালের চক্রে উৎকীর্ণ এক অবিনশ্বর রেখা।” তাই, আজকের মন্ত্রিসভাকে সহশ্রাব্দের মন্ত্রিসভা বলা অতিরঞ্জন হবে না। এর জন্য আমরা সবাই আপনাকে এবং নিজেদেরও অভিনন্দন জানাই।
***
SSS/RS
(रिलीज़ आईडी: 2169527)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam