প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মণিপুরের ইম্ফলে ১,২০০ কোটি টাকার বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Posted On: 13 SEP 2025 5:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মণিপুরে ১,২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, হাজার হাজার কোটি টাকার এইসব প্রকল্প মণিপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবং এই অঞ্চলের পরিকাঠামোকে শক্তিশালী করবে। 

আজ প্রধানমন্ত্রীর চালু করা প্রকল্পের মধ্যে দুটি উল্লেখযোগ্য হল – ৩,৬০০ কোটি টাকার ‘মণিপুর আর্বান রোডস প্রোজেক্ট’ এবং ৫০০ কোটি টাকার ‘মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট প্রোজেক্ট’। শ্রী মোদী বলেন, মণিপুরের পরিকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সড়ক নির্মাণ এবং জাতীয় সড়কগুলির উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি গ্রামকে সড়কের মাধ্যমে জুড়তে দ্রুতগতিতে কাজ চলছে।

শ্রী মোদী জানান, মণিপুরে স্টার্ট-আপ এবং প্রযুক্তি-নির্ভর শিল্পের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশেষ আর্থিক অঞ্চলের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মণিপুর থেকে বহু মানুষ প্রায়ই কলকাতা এবং দিল্লিতে যান। দুটি শহরেই মণিপুর ভবন গড়ে তোলা হয়েছে। এছাড়া, এইসব সুযোগ-সুবিধার ফলে মণিপুরের মেয়েরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।

মণিপুরের অর্থনীতিতে মা, বোনেদের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের উন্নয়নের মূল স্তম্ভ হল নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভর ভারতের ভাবনা। জিএসটি-র হার কমানোর কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এর ফলে মণিপুরের মানুষ দু'ভাবে উপকৃত হবেন। ব্যাখা করে তিনি বলেন, সাবান, শ্যাম্পু, চুলের তেল, জামাকাপড় এবং জুতোর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক কমবে। অন্যদিকে, হোটেলগুলিতেও খরচ কমবে। মণিপুরের হাজার হাজার বছর ধরে চলে আসা সমৃদ্ধ ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী  বলেন, যে কোনও ধরনের হিংসা দুর্ভাগ্যজনক এবং এই ধরনের হিংসা আমাদের পূর্বপুরুষ এবং আগামী প্রজন্ম, উভয়ের প্রতিই অবিচারস্বরূপ। তিনি মণিপুরে শান্তি রক্ষা এবং উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলন এবং দেশের প্রতিরক্ষায় মণিপুরের প্রেরণাদায়ক ভূমিকা রয়েছে। তিনি বলেন, মণিপুরের মাটি থেকেই ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এ প্রসঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম উল্লেখ করেন তিনি। 

দেশের বিভিন্ন অংশে প্রতিরক্ষায় নিযুক্ত মণিপুরের সন্তানদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি প্রত্যক্ষ করেছে। পাকিস্তানের সেনাবাহিনীকে জোর ধাক্কা দিয়েছে ভারত। এই অভিযানে মণিপুরের সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, মণিপুরী সংস্কৃতিকে বাদ দিয়ে ভারতের সংস্কৃতি হয় না। ক্রীড়াক্ষেত্রেও ভারতের উত্থানের কথা উল্লেখ করে মণিপুরের তরুণদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মণিপুরেই দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। শ্রী মোদী বলেন, মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর কথায়, মানুষের স্বার্থ অবশ্যই সুরক্ষিত করতে হবে এবং যাঁরা বিভিন্ন শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তিনি জানান, ঘরছাড়া পরিবারগুলির জন্য ৭ হাজার নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। মণিপুরের জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রায় ৩,০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, ঘরছাড়া মানুষদের সহায়তা করতে ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। যাঁরা হিংসার শিকার হয়েছেন, সেইসব মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

শ্রী মোদী বলেন, মণিপুরের মাটি থেকে তিনি তাঁর নেপালের বন্ধুদের প্রতি বার্তা দিতে চান। তিনি বলেন, হিমালয়ের কোলে থাকা দেশ নেপাল, ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত সঙ্গী। দুই দেশের মধ্যে সম্মিলিত দীর্ঘ যাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী শ্রীমতী সুশীলাজিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, শ্রীমতী সুশীলাজির নেতৃত্বে নেপালে শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধির পথ প্রশস্ত হবে। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শ্রীমতী সুশীলা দেবীর নিয়োগ নারীর ক্ষমতায়নের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী বলেন, একুশ শতকের ভারত একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সেটি হল উন্নত ভারত এবং এই লক্ষ্য অর্জনে মণিপুরের উন্নয়নের প্রয়োজন রয়েছে।  মণিপুরের অনন্ত সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রয়াসই উন্নয়নের পথ তৈরি করবে।  মণিপুর এক শক্তিশালী কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল শ্রী অজয় কুমার ভাল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

SC/MP/DM


(Release ID: 2166435) Visitor Counter : 2