স্বরাষ্ট্র মন্ত্রক
কারেগুট্টালু পাহাড়ে সফল ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’-এ যুক্ত সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিআরজি এবং কোবরা জওয়ানদের সম্বর্ধিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
03 SEP 2025 10:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে কারেগুট্টালু পাহাড়ে সফল ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’-এ যুক্ত সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিআরজি এবং কোবরা জওয়ানদের সম্বর্ধিত করেছেন। এই অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাঁই এবং উপ মুখ্যমন্ত্রী শ্রী বিজয় শর্মাও উপস্থিত ছিলেন।
নকশাল বিরোধী সবথেকে বড় অভিযান অপারেশন ব্ল্যাক ফরেস্ট সফলভাবে বাস্তবায়নের জন্য শ্রী শাহ জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নকশাল প্রতিরোধী অভিযানের ইতিহাসে এই জওয়ানদের সাহস ও শৌর্যের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে নকশাল মুক্ত করে তোলা হবে। যতদিন না পর্যন্ত নকশালরা আত্মসমর্পণ করছেন, অথবা ধরা পড়ছেন ততদিন মোদী সরকার বিশ্রাম নেবে না। আইইডি বিস্ফোরক, প্রবল গরম সহ প্রতি পদে পদে বিপদ থাকা সত্ত্বেও অদম্য মানসিকতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নকশালদের মূল ঘাঁটিগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তারা নকশালদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রীর সরবরাহ শৃঙ্খলটিকে ভাঙতে পেরেছেন।
শ্রী শাহ বলেন, দেশের উন্নয়ন যাত্রায় নকশালরা যথেষ্ট ক্ষতি করেছে। তারা স্কুল এবং হাসপাতাল বন্ধ করতে বাধ্য করেছে। বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা যাতে মানুষের কাছে না পৌঁছয় তার জন্য নানা ধরনের নাশকতামূলক কাজ চালিয়ে গেছেন। বর্তমানে নকশাল প্রতিরোধী অভিযানের ফলে পশুপতিনাথ থেকে তিরুপতি পর্যন্ত ৬ কোটি ৫০ লক্ষ মানুষের জীবনে নতুন সূর্যোদয় হয়েছে। ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে দেশকে নকশাল মুক্ত করতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
SC/ CB /AG
(Release ID: 2163296)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam