প্রধানমন্ত্রীরদপ্তর
আগামী দশকের জন্য ভারত-জাপান যৌথ ভাবনা: বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ৮টি ক্ষেত্রে দিকনির্দেশ
Posted On:
29 AUG 2025 7:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৫
অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সংঘাতমুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে ভারত এবং জাপান দুই দেশই অভিন্ন ভাবনায় বিশ্বাসী। দুই দেশেই রয়েছে প্রচুর সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামুখী আর্থিক ব্যবস্থা।
ভারত-জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে আগামী দশকের জন্য ৮টি ক্ষেত্রে দিক নির্দেশিকা স্থির করেছে দুই দেশ।
১) পরবর্তী প্রজন্মের আর্থিক অংশীদারিত্ব
ভারত এখন বিশ্বের চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠেছে। এখন আমাদের লক্ষ্য হল, আর্থিক ক্ষেত্রে পারস্পরিক শক্তিকে কাজে লাগানো।
২০২২-২০২৬ পর্বে ৫ ট্রিলিয়ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে জাপানি ইয়েন বিনিয়োগের পথ ধরে এখন ভারতে ১০ ট্রিলিয়ন জাপানি ইয়েন বেসরকারি লগ্নির লক্ষ্য স্থির করা হয়েছে;
এখন লক্ষ্য হল, ভারত-জাপান সর্বাত্মক আর্থিক সহযোগিতা চুক্তি (সিইপিএ)-র রূপায়ণ পর্যালোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া;
ভারত-জাপান শিল্প প্রতিযোগিতামূলক অংশীদারিত্ব (আইজেআইসিপি)-র মাধ্যমে “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ভারত-জাপান শিল্প সহযোগিতাকে মজবুত করা;
ভারত-জাপান তহবিলের আওতায় নতুন নতুন প্রকল্প খুঁজে বার করা, জাপানে ভারতীয় শিল্পসংস্থা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে যুক্ত সংস্থাগুলির উপস্থিতি বাড়ানো;
স্থানীয় মুদ্রা লেনদেন সহ ভারত ও জাপানের মধ্যে লেনদেন ব্যবস্থায় সহযোগিতা বৃদ্ধি;
পারস্পরিক সফরের মাধ্যমে ভারত এবং জাপানের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করা;
ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগের মাধ্যমে খাদ্য সুরক্ষা এবং কৃষি বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতাকে উৎসাহিত করা।
গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে আর্থিক সম্পর্ককে মজবুত করতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি। ভারতে বেসরকারি বাণিজ্য এবং বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।
২) পরবর্তী প্রজন্মের আর্থিক সুরক্ষা অংশীদারিত্ব
আমরা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি। গুরুত্বপূর্ণ পণ্যগুলির ক্ষেত্রে সরবরাহ শৃঙ্খলকে আরও মজবুত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিকন্ডাক্টর, বিরল ধাতু, ওষুধ ও জৈব প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং নতুন নতুন প্রযুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রকল্প চিহ্নিত করা হচ্ছে। কৌশলগত বাণিজ্য ও প্রযুক্তি সহ আর্থিক সুরক্ষা সংক্রান্ত কথাবার্তা চালানো হচ্ছে;
খনিজ সম্পদ, ভারত-জাপান ডিজিটাল অংশীদারিত্ব ২.০-র ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতার মাধ্যমে সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা, সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল অংশীদারিত্ব এবং এই ধরনের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সক্রিয়তা;
বেসরকারি ক্ষেত্র পরিচালিত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া;
আর্থিক সুরক্ষা সংক্রান্ত ভারত-জাপান বেসরকারি ক্ষেত্র মত বিনিময়কে স্বাগত জানানোর পাশাপাশি কৌশলগত বাণিজ্য ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া;
এআই এবং উদ্ভাবনের অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ভারত-জাপান এআই সহযোগিতার উদ্যোগ (জেএআই)-এর রূপায়ণ;
ব্যাটারির বাজার ও পরিমণ্ডল গড়ে তুলতে ভারত-জাপান ব্যাটারি সরবরাহ শৃঙ্খলকে এগিয়ে নিয়ে যাওয়া।
৩) নেক্সট জেনারেশন মবিলিটি
পরিকাঠামো, লজিস্টিক্স এবং পরিবহনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা গড়ে তুলতে নেক্সট জেনারেশন মবিলিটি পার্টনারশিপ (এনজিএমপি) গড়ে তোলা হবে। ডিজিটাল ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার, সুস্থায়ী ও পরিবেশ বান্ধব পদ্ধতি এবং সুরক্ষা ও বিপর্যয় সহনশীল ব্যবস্থাকে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা খতিয়ে দেখা হবে।
উচ্চগতির রেল ব্যবস্থা, সিগন্যালিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এআই ভিত্তিক রক্ষণাবেক্ষণ, উন্নত মেট্রো রেল ব্যবস্থা, দ্রুত গতির পরিবহণ ব্যবস্থা প্রভৃতি;
যানজট এবং বায়ু দূষণের মতো চ্যালেঞ্জের মোকাবিলায় স্মার্ট সিটি ও কার্বন মুক্ত শহর গড়ে তোলা;
গাড়ি ও বিমান, জাহাজ নির্মাণ, পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার ও পরিবহণ পরিকাঠামোর সম্প্রসারণ;
খাদ্য ও ওষুধ পরিবহণের জন্য কোল্ড-চেইন লজিস্টিক পরিষেবা গড়ে তোলা;
নগর পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে বিপর্যয় প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলা।
উল্লিখিত সামগ্রী তৈরির ক্ষেত্রে ভারত এবং জাপানের সংস্থাগুলি পরস্পরের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করবে। আমাদের লক্ষ্য হবে, সুস্থায়ী পরিকাঠামোর উন্নতির মাধ্যমে বিপর্যয়ের ঝুঁকি কমানো।
৪) পরবর্তী প্রজন্ম বাস্তুগত উত্তরাধিকার
আমরা ‘এক পৃথিবী, এক ভবিষ্যৎ’-এর ভাবনাকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হল, কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনা।
মিশন লাইফ-এর মাধ্যমে শক্তি সুরক্ষা, কম কার্বন নিঃসরণ, আর্থিক অগ্রগতি সুনিশ্চিত করা;
ভারত-জাপান ক্লিন পার্টনারশিপের আওতায় শক্তির ক্ষেত্রে সহযোগিতাকে মজবুত করা;
বর্জ্য থেকে শক্তি প্রযুক্তি, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার পদ্ধতির মাধ্যমে সার্কুলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া।
সুস্থায়ী কৃষি ব্যবস্থা, কৃষি উৎপাদন বাড়াতে জলবায়ু উপযোগী প্রযুক্তি, সামুদ্রিক ও উপকূলবর্তী পরিমণ্ডল রক্ষা, সুস্থায়ী অরণ্য ব্যবস্থাপনা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণকে এগিয়ে নিয়ে যাওয়া;
জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম (জেসিএম), দ্য ইনিশিয়েটিভ অফ ক্লিন এনার্জি মবিলিটি অ্যান্ড ইনফ্রা ফর নেক্সট জেনারেশন (আইসিইএমএএন)-এর মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে সহযোগিতা এবং দূষণ হ্রাস।
৫) নেক্সট জেন প্রযুক্তি ও উদ্ভাবন অংশীদারিত্ব
আমরা পরস্পরের বৈজ্ঞানিক ও প্রযু্ক্তিগত সক্ষমতাকে কাজে লাগানো এবং বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করেছি:
কেইকে-তে ইন্ডিয়ান বিমলাইন, সুকুবা, কোয়ান্টাম প্রযুক্তি এবং আগামী প্রজন্মের কম্পিউটার গবেষণার মাধ্যমে মৌলিক গবেষণার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা;
জাপান-ভারত স্টার্টআপ সহায়তা উদ্যোগ (জেআইএসএসআই)-এর মাধ্যমে উদ্ভাবনের ক্ষেত্রে স্টার্টআপ সহযোগিতা;
এআই ক্ষেত্র সহ স্টার্টআপ সংস্থাগুলির জন্য তহবিল সংগ্রহ;
যৌথ কর্মীগোষ্ঠীর মাধ্যমে আইসিটি সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া;
লুনার পোলার এক্সপ্লোরেশনের মাধ্যমে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বাণিজ্যিক সংস্থা ও স্টার্টআপের অংশগ্রহণ;
মিলেট সহ খাদ্য প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে যৌথ গবেষণা।
৬) নেক্সট জেন হেল্থ-এ বিনিয়োগ
চিকিৎসা ক্ষেত্রে গবেষণা সহযোগিতা, অতিমারী ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মোকাবিলায় আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সকলের জন্য সুলভে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছি।
ভারতের আয়ুষ্মান ভারত এবং জাপানের এশিয়া স্বাস্থ্য ও সুস্থতা উদ্যোগের মধ্যে সহযোগিতাকে মজবুত করা হয়েছে;
স্টেমসেল থেরাপি, জিন থেরাপি, সিন্থেটিক বায়োলজি, ক্যান্সার চিকিৎসা, ডিজিটাল স্বাস্থ্যের মতো ক্ষেত্রে যৌথ গবেষণা;
ডাক্তারি প্রতিষ্ঠান এবং ডাক্তারদের জন্য ফেলোশিপ চালুর মাধ্যমে চিকিৎসার সঙ্গে যুক্ত পেশাদারদের বিনিময়কে এগিয়ে নিয়ে যাওয়া;
যোগ, ধ্যান, আর্য়ুবেদ এবং সামগ্রিক সুস্থতার লক্ষ্যে জাপানে উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা।
৭) নেক্সট জেন মানুষে মানুষে অংশীদারিত্ব
দুই দেশের মধ্যে ঐতিহাসিক যোগসূত্র এবং সাংস্কৃতিক বন্ধনের কথা মাথায় রেখে আমরা আমাদের আর্থিক ও জনবিন্যাস সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে এগোচ্ছি:
আগামী ৫ বছরে দুই দেশের মধ্যে ৫ লক্ষের বেশি কর্মী বিনিময়। এর মধ্যে ৫০,০০০ দক্ষ কর্মী ও সম্ভাবনাময় মেধাকে ভারত থেকে জাপানে পাঠানো হবে।
ভারতে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জাপানে ভারতীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে;
কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, ইন্টার্নশিপ কর্মসূচি, কর্মসংস্থানের সমীক্ষা এবং তথ্যের আদান-প্রদানের পাশাপাশি মেধার বিনিময়ের লক্ষ্যে একটি ওয়েবসাইট তৈরি করা হবে;
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম, লোটাস কর্মসূচির মাধ্যমে গবেষক এবং পড়ুয়াদের বিনিয়ম ব্যবস্থাকে মজবুত করা হবে;
জাপানি ভাষার শিক্ষক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ-সুবিধার প্রসার ঘটানোর পাশাপাশি সহায়তাও করা হবে;
৮) নেক্সট জেন রাজ্য-প্রিফেকচার অংশীদারিত্ব
ভারতীয় রাজ্য এবং জাপানের প্রিফেকচারগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখে আমরা ভারত-জাপান অংশীদারিত্বের ক্ষেত্রে আরও উপযোগী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি :
পারস্পরিক সম্পদের ভিত্তিতে নতুন সিস্টার-সিটি এবং স্টেট-প্রিফেকচারকে এগিয়ে নিয়ে যাওয়া;
ভারত ও জাপানের শহরগুলির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ গড়ে তোলা;
ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সহ ব্যবসায়িক ও বাণিজ্যিক অংশীদারিত্বকে মজবুত করা;
আঞ্চলিক সুযোগ-সুবিধা নিয়ে ভারত ও জাপানের মধ্যে আরও তথ্যের বিনিময়;
দুই দেশের বিদেশ মন্ত্রক সহ প্রতি বছর ৩টি করে সফরের আয়োজন।
বিগত ৮ দশক ধরে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে পারস্পরিক সহযোগিতাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।
এই নথিতে আমাদের পারস্পরিক ভাবনার প্রতিফলন রয়েছে। তাঁর জাপান সফরকালে জাপানের প্রধানমন্ত্রী মাননীয় ইশিবা শিগেরু-র আমন্ত্রণে ২৯-৩০ অগাস্ট ২০২০৫-এ টোকিও-য় আয়োজিত বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
SC/MP/NS
(Release ID: 2162234)
Visitor Counter : 17
Read this release in:
Punjabi
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam