প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী গত ১১ বছরে ওড়িশার রেল পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে তুলে ধরলেন।

Posted On: 27 JUN 2025 1:10PM by PIB Kolkata

নয়াদিল্লি , ২৭শে জুন, ২০২৫  


আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১১ বছরে ওড়িশার রেল পরিকাঠামোর উন্নয়ন সম্পর্কে বলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের একটি প্রতিবেদন সম্পর্কে উল্লেখ করেছেন, যেখানে শ্রী বৈষ্ণব ব্যাখ্যা করেছেন, কীভাবে ভারতীয় রেলযাত্রা বিশেষ করে জগন্নাথধাম পুরীর পবিত্র শহরের  তীর্থযাত্রীদের জন্য আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টে বলা হয়েছে , " গত ১১ বছরে ওডিশা রাজ্যের রেল পরিকাঠামোগত উন্নয়ন  সত্যিই ঐতিহাসিক। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @AshwiniVaishnaw প্রতিবেদনে লিখেছেন , কীভাবে ভারতীয় রেলযাত্রা বিশেষ করে জগন্নাথ মহাপ্রভুর বাসস্থান,  পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করতে আসা তীর্থযাত্রীদের জন্য  আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
https://www.hindustantimes.com/opinion/pilgrims-progress-the-railways-look-east-policy-101750953515997.html

নমো অ্যাপের মাধ্যমে"।

 

SC/AS


(Release ID: 2160802) Visitor Counter : 6