প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত – ফিজি যৌথ বিবৃতি
Posted On:
25 AUG 2025 1:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিজি সাধারণতন্ত্রে প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা ২৪ – ২৬ অগাস্ট ভারত সফরে এসেছেন। ঐ পদে আসীন হওয়ার পর, এই প্রথম নতুন দিল্লি এলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল।
ফিজির প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক উঠে আসে। প্রতিরক্ষা, স্বাস্থ্য, কৃষি, কৃষিজ প্রক্রিয়াকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সমবায়, সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার কথা বলেন তাঁরা। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।
দ্বিপাক্ষিক আদান-প্রদান সাম্প্রতিক বছরগুলিতে বৃদ্ধি পাওয়ায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেন। ২০২৪ সালের অগাস্টে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ফিজি সফর এবং ঐ দেশে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের সফল আয়োজনের কথা উল্লেখ করেন তাঁরা।
দু’দেশের সুদীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে তাঁরা ফিজির বৈচিত্র্যময় সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডল গঠনে গিরমিটিয়া গোষ্ঠী, অর্থাৎ ১৮৮৯ থেকে ১৯১৬ সালের মধ্যে শ্রমিক হিসেবে ফিজিতে যাওয়া ৬০ হাজারেরও বেশি ভারতীয়র অবদানের কথা বলেন। ২০২৫ সালের জুলাই মাসে ষষ্ঠ বিদেশ দপ্তর সম্মেলনের সাফল্যের কথাও তুলে ধরেন দুই নেতা।
সন্ত্রাসবাদের মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে উভয় দেশ। পহলগাঁও জঙ্গী হামলার কড়া নিন্দা করেছেন তাঁরা। মৌলবাদের প্রসার রোধ এবং জঙ্গীদের হাতে অর্থের সংস্থান বন্ধ করা এই সময়ের দাবি বলে তাঁরা মনে করেন।
জলবায়ু পরিবর্তন রোধে দায়বদ্ধতার কথা জানান দুই নেতা। এ প্রসঙ্গে ভারতের লাইফ কর্মসূচির প্রসঙ্গও উঠে আসে। আন্তর্জাতিক সৌর জোট এবং বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো সংক্রান্ত জোটে সদস্য হিসেবে ফিজির অন্তর্ভুক্তিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সৌর জোট ব্যবস্থাপনার আওতায় ফিজির ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি বিশেষ কেন্দ্র গড়ে উঠছে। কোয়ালিশন ফর ডিজাস্টার রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার – সিডিআরআই এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের মঞ্চে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি উঠে আসে।
জৈব জ্বালানীর প্রসারে দুই নেতা তাঁদের দায়বদ্ধতার কথা জানান। পরিবেশ-বান্ধব জৈব জ্বালানী উৎপাদনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। বাণিজ্যিক আদান-প্রদান আরও বাড়িয়ে তোলার প্রভূত সম্ভাবনা আছে বলে ভারত ও ফিজি মনে করে। ফিজি সরকার সেদেশে ভারতীয় ঘৃত’কে বিপণনের অনুমতি দেওয়ায় ফিজি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভূগর্ভস্থ জলের সরবরাহ প্রকল্পের ক্ষেত্রে দু’দেশের যৌথ প্রকল্পের কথাও উঠে আসে বৈঠকে।
একটি সার্বিক ভারত – প্রশান্ত মহসাগরীয় অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে দুই নেতা জোর দিয়েছেন। এক্ষেত্রে ভারত – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সহযোগিতা কাঠামোর গুরুত্ব তুলে ধরেন তাঁরা।
১৩ অগাস্ট ফিজিতে দু’দেশের স্বাস্থ্য সম্পর্কিত কর্মী গোষ্ঠীর বৈঠকের প্রসঙ্গও উঠে আসে তাঁদের আলোচনায়। জেনেরিক ওষুধ সহ স্বাস্থ্য ব্যবস্থা ও ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার প্রসারে ভারত, ফিজিকে সহায়তা করতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক বোঝাপড়ায় সম্প্রতি গতি এসেছে বলে দু’দেশের প্রধানমন্ত্রী মনে করেন। এ প্রসঙ্গে ২০১৭’য় স্বাক্ষরিত সমঝোতার প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ কর্মী গোষ্ঠীর প্রথম বৈঠকের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। রাষ্ট্রসংঘের শান্তি রক্ষী বাহিনী, জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য আদান-প্রদান ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রেও ঘনিষ্ঠ সহযোগিতার বৃদ্ধিতে কাজ করবে দুই দেশ। ভারতের সহায়তায় ফিজিতে সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনা অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ভারত ও ফিজি মনে করে।
ফিজি’তে হিন্দি চর্চা কেন্দ্র গড়ে তোলার কাজ এগিয়ে নিয়ে যেতে, সেখানকার বিশ্ববিদ্যালয় হিন্দি ও সংস্কৃতের শিক্ষক নিয়োগের বিষয়ে দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন। এ বছরের শেষ নাগাদ ভারতে আন্তর্জাতিক গীতা মহোৎসবের প্রসঙ্গও উঠে আসে দুই নেতার বৈঠকে।
ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন কর্মসূচির আওতায় ফিজির সরকারি আধিকারিকদের প্রশিক্ষণের ক্ষেত্রে ভারতের সহায়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কৃষি ও খাদ্য নিরাপত্তা দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম ভিত্তি বলে দুই নেতা মনে করেন। ফিজি’তে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় ভারতের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐ দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রী মোদী ফিজিতে ১২টি কৃষি ড্রোন এবং ২টি ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষণ কেন্দ্র দেওয়ার কথা ঘোষণা করেন। ফিজি সুগার কর্পোরেশনের কর্মীদের আরও প্রশিক্ষিত করতে ভারতীয় বিশেষজ্ঞ দল পাঠানোর কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ফিজি’তে ক্রিকেটের এবং ভারতের রাগবির জনপ্রিয়তা বাড়ছে। ফিজির অনুরোধে ভারত সেখানে ক্রিকেট প্রশিক্ষক পাঠাবে।
ফিজির রাজধানী সুভায় ভারতীয় দূতাবাসে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে জমি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সেদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
ব্যাঙ্কিং ক্ষেত্র, মানক ব্যবস্থাপনা, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয় দু’দেশের মধ্যে।
গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে জোরদার করতে ২০২৬ সালে ফিজির সাংসদদের একটি প্রতিনিধিদল ভারতে আসার কথা। এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দক্ষিণী বিশ্বের স্বার্থের প্রতি দায়বদ্ধ থাকার কথা জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার এই সময়ের দাবি বলে উভয় নেতা একমত।
উষ্ণ অভ্যর্থনার জন্য ভারত সরকার এবং এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন ফিজির প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফিজি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
SC/AC/SB
(Release ID: 2160597)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam