প্রধানমন্ত্রীরদপ্তর
৭৯-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি তাঁর ভাষণে আমাদের দেশের উন্নয়ন যাত্রায় এবং বিভিন্ন সুযোগকে কাজে লাগাতে সঙ্ঘবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব দিয়েছেন : প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
14 AUG 2025 8:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
৭৯-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দেশবাসীর উদ্দেশে যে সুচিন্তিত ভাষণ দিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতির ভাষণে আমাদের দেশের উন্নয়নে বিভিন্ন সুযোগকে কাজে লাগাতে সঙ্ঘবদ্ধ প্রয়াসের কথা উল্লেখ করা হয়েছে। এই ভাষণে রাষ্ট্রপতি দেশ গড়ার কাজে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ পৃথক কিছু বার্তায় তিনি বলেছেন :
“আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতিজি দেশবাসীর উদ্দেশে একটি সুচিন্তিত ভাষণ দিয়েছেন। তিনি তাঁর ভাষণে আমাদের দেশের উন্নয়নে বিভিন্ন সুযোগকে কাজে লাগাতে সঙ্ঘবদ্ধ প্রয়াসের কথা উল্লেখ করেছেন। ভারতের স্বাধীনতার জন্য যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতিজি। এই ভাষণে তিনি দেশ গড়ার কাজে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
@rashtrapatibhvn ”
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2156809)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Manipuri
,
Assamese
,
English
,
Urdu
,
Kannada