পঞ্চায়েতিরাজমন্ত্রক
নতুন দিল্লিতে স্বাধীনতা দিবস সমারোহে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ২১০ জন পঞ্চায়েত নেতা
Posted On:
13 AUG 2025 11:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৫
নতুন দিল্লির লালকেল্লায় ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস সমারোহে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২১০ জন পঞ্চায়েত নেতা। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের আমন্ত্রণে এদের স্বামী ও স্ত্রী এবং নোডাল আধিকারিক সহ মোট ৪২৫ জন উপস্থিত থাকবেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
নতুন দিল্লিতে ১৪ অগাস্ট বিশেষ অতিথিদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং এবং পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল। এ বছরের অনুষ্ঠানের থিম “আত্মনির্ভর পঞ্চায়েত, বিকশিত ভারতের পরিচয়”। ঐ অনুষ্ঠানের মঞ্চ থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সভাসার প্রকৌশলের সূচনা এবং গ্রামোদ্যয় সংকল্প পত্রিকার ষোড়শ সংস্করণ প্রকাশিত হবে।
এ বছর আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য। পঞ্চায়েত স্তরে উন্নত পরিকাঠামো, পরিষেবা এবং জনগোষ্ঠীগত উদ্যোগে এরা বিশেষ ভূমিকা নিয়েছেন। হর ঘর জল যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এবং মিশন ইন্দ্রধনুষ – এর মতো কর্মসূচির রূপায়ণে এদের অবদান প্রশংসনীয়।
SC/AC/SB
(Release ID: 2155989)
Read this release in:
English
,
Hindi
,
Punjabi
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam