শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা (পিএম-ভিবিআরওয়াই)’ ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হচ্ছে
Posted On:
25 JUL 2025 1:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৫
কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়ার পর কর্মসংস্থান-ভিত্তিক উৎসাহ প্রকল্প ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা (পিএম-ভিবিয়ারওয়াই)’ ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এবং দেশজুড়ে সুস্থায়ী কর্মসংস্থানের সুযোগ প্রসারের সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পের এই নামকরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের অনুমোদন দেয়। বাজেট বরাদ্দ করা হয়েছে ৯৯,৪৪৬ কোটি টাকা। এই প্রকল্পের লক্ষ্য হল দু’বছরের মধ্যে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থানের প্রসার ঘটানো। এর মধ্যে ১.২ কোটি সুবিধাভোগী প্রথমবার কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। ১ আগস্ট, ২০২৫ থেকে ৩১ জুলাই, ২০২৫ – এই সময়কালের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
নতুন কর্মসংস্থানের জন্য কর্মদাতাদের এই প্রকল্পে উৎসাহ দেওয়া হবে বিশেষত, নির্মাণ ক্ষেত্র সহ নানাবিধ ক্ষেত্রে নতুন কর্মসংস্থান গড়ে তোলাই এর লক্ষ্য। কর্মসংস্থান-ভিত্তিক উন্নয়ন প্রসারিত করাই ভারতের আর্থিক বিকাশের লক্ষ্য।
ইপিএফও-তে নথিভুক্ত প্রথমবারের কর্মচারীদের প্রথম মাসের ইপিএফ-এর টাকা দুটি ধাপে দেওয়া হবে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত। ১ লক্ষ টাকা পর্যন্ত মাইনের কর্মচারীরাই এই সুবিধা পাবেন। প্রথম কিস্তি কাজ শুরুর ৬ মাস পর এবং দ্বিতীয় কিস্তি ১২ মাস পর দেওয়া হবে।
প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত কর্মসংস্থানের ক্ষেত্রে, যার সুস্থায়িত্ব ন্যূনতম ৬ মাস, মাসিক ১ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী কর্মচারীদের জন্য কর্মদাতাদের প্রতি মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা করে দু’বছর ভাতা দেওয়া হবে। নির্মাণ ক্ষেত্রের জন্য এই আর্থিক সহায়তা তৃতীয় এবং চতুর্থ বছর পর্যন্ত প্রসারিত হবে।
এই আর্থিক অনুদান প্রথমবারের কর্মচারীদের জন্য আধার সংযুক্ত প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে দেওয়া হবে। কর্মদাতাদের ক্ষেত্রে প্যান সংযুক্ত আমানতে আর্থিক অনুদান সরাসরি পৌঁছবে।
SC/AB/DM
(Release ID: 2148720)
Read this release in:
Punjabi
,
Odia
,
Malayalam
,
English
,
Nepali
,
Gujarati
,
Urdu
,
Telugu
,
Assamese
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Tamil