প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মাদক-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধান পদক্ষেপ হতে পারে যুব আধ্যাত্মিক সামিট, এই সংক্রান্ত একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Posted On: 19 JUL 2025 1:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই ২০২৫

 

মাদক-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব আধ্যাত্মিক সামিট কীভাবে প্রধান পদক্ষেপ হতে পারে, এই সংক্রান্ত একটি নিবন্ধ আজ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
 
এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন :

"যুব আধ্যাত্মিক সামিট মাদক-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে কীভাবে একটি প্রধান পদক্ষেপ হয়ে উঠতে পারে, তা বিস্তারিত তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ @mansukhmandviya. এটি পড়ুন!"


SC/MP/AS/


(Release ID: 2146109)