প্রধানমন্ত্রীর দপ্তর
যুব আধ্যাত্মিক সম্মেলন কীভাবে মাদকমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, তা তুলে ধরে প্রধানমন্ত্রী একটি নিবন্ধ শেয়ার করেছেন
Posted On:
19 JUL 2025 1:21PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ জুলাই,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি নিবন্ধ শেয়ার করেছেন যেখানে যুব আধ্যাত্মিক সম্মেলন কীভাবে মাদকমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপকে চিহ্নিত করে তা তুলে ধরা হয়েছে।
এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেনঃ
"কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া যুব আধ্যাত্মিক সম্মেলন কিভাবে মাদক মুক্ত ভারত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ তা তিনি বিস্তারিত উল্লেখ করেছে। পড়ে দেখুন।"
Union Minister Dr. @mansukhmandviya elaborates on how the Yuva Spiritual Summit marks a major step in building a drug-free India. Have a read! https://t.co/dZFXjYNgzR
— PMO India (@PMOIndia) July 19, 2025
*****
KMD/PS
(Release ID: 2146290)