প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী হিরোজ একর মেমোরিয়ালে নামিবিয়ার প্রতিষ্ঠাতা জনক এবং প্রথম প্রেসিডেন্ট ডঃ স্যাম নুয়োমাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন

प्रविष्टि तिथि: 09 JUL 2025 7:42PM by PIB Kolkata

নতুন দিল্লি ০৯ জুলাই ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিরোজ একর মেমোরিয়ালে নামিবিয়ার প্রতিষ্ঠাতা জনক এবং প্রথম প্রেসিডেন্ট ডঃ স্যাম নুয়োমাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।  

প্রধানমন্ত্রী নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী দূরদর্শী নেতা হিসেবে ডঃ স্যাম নুয়োমাকে স্মরণ করেন। স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে দেশ গঠনে অনুপ্রেরণাদায়ী অবদান রেখেছিলেন। সারা বিশ্বে এখনও মানুষকে অনুপ্রেরণা দেয় তাঁর জীবন।

ডঃ স্যাম নুয়োমা ছিলেন ভারতের মহান বন্ধু। নতুন দিল্লিতে ১৯৮৬ সালে নামিবিয়ার প্রথম দূতাবাস (তদানীন্তন সোয়াপো) স্থাপনের সময় তাঁর মহার্ধ্য উপস্থিতি সবসময় আনন্দের সঙ্গে স্মরণে রাখবে ভারতের মানুষ।


 
SC/AP/CS…


(रिलीज़ आईडी: 2143639) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam